নয়াদিল্লিঃ দ্বিতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রপতি(US President) হিসেবে শপথগ্রহণ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)। আর শুরুতেই বড় চমক। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই সীমান্ত(Border) নিরাপত্তা(Security), জ্বালানি, আমেরিকান পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় হ্রাস এবং ফেডারেল সরকারের কার্যপদ্ধতির ওপর লক্ষ্য দিয়ে প্রায় ২০০টিরও বেশি নির্বহী আদেশে স্বাক্ষর করবেন ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই জাতীয় সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করতে চলেছেন ট্রাম্প। এ ছাড়া দেশের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত সুরক্ষিত করতে মার্কিন সামরিক বাহিনী ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে কড়া নির্দেশ দেবেন তিনি। বহিরাগত অভিবাসীদের জন্য সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘোষণা করবেন তিনি এমনটাই খবর।
শুরুতেই ছক্কা হাঁকালেন ডোনাল্ড ট্রাম্প
পাশাপাশি সাম্প্রতিককালে আমেরিকায় বেড়ে ওঠা অপরাধ চক্রগুলি ধ্বংস করার বিষয়টিকে অগ্রাধিকার দেবেন ট্রাম্প। এ ছাড়া এফবিআই, আইসিই, সিইএ এবং অন্যান্য এজেন্সির কর্মকর্তাদের নিয়ে টাস্ক ফোর্স গঠন করার পরিকল্পনা রয়েছে। 'স্টে ইন মেক্সিকো' এবং 'ক্যাচ অ্যান্ড রিলিজ' নীতি পুনর্বহাল করার পরিকল্পনা নিয়েই মসনদে বসতে চলেছেন ট্রাম্প। অন্যদিকে আলাস্কা থেকে জ্বালানি তোলার ওপরে থাকা বিধিনিষেধ পুরোপুরি শিথিল করতে পারেন বলে অনুমান।
সীমান্ত নিয়ে বড় ভাবনা ট্রাম্পের
🚨 BREAKING: President Donald Trump announces his intention to sign 100 executive orders on his first day back in office, targeting corruption, lax border policies, restrictive energy regulations, and the so-called "deep state."
Do you support his efforts?
Yes or No pic.twitter.com/DVrFyDb9kh
— Elon Musk Daily (commentary) (@elonmuskTN) January 20, 2025