ক্যারাবিয়ান সাগর (ছবিঃ:X)

নয়াদিল্লিঃ ভয়াবহ ভূমিকম্পে(Earth Quake) কেঁপে উঠল ক্যারিবিয়ান সাগর(Caribbean Sea)। যে কোনও সময়ে আছড়ে পড়তে পারে সুনামি। জারি সতর্কতা। এদিন সকালে ভয়ঙ্কর ভাবে কেঁপে ওঠে সাগর সংলগ্ন গোটা এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৬ বলে জানা গিয়েছে। ক্যারিবিয়ান সাগরে নাটির ১০ মাইল গভীর এলাকা থেকে কম্পনের তরঙ্গ ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের উৎসস্থল ছিল কেম্যান দ্বীপপুঞ্জের জর্জ টাউন থেকে ১২৯ মাইল দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে। বিজ্ঞানীরা মতে, উত্তর আমেরিকান এবং ক্যারিবিয়ান প্লেটের মধ্যিখানে যে অগভীর এবং পুরু ভূত্বক রয়েছে তাতে চ্যুতিরেখায় স্খলন হতে পারে। তার জেরেই এই তীব্র ভূমিকম্প। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাতীয় মহাসাগরিক ও আবহাওয়া প্রশাসন এবং মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

ক্যারাবিয়ান সাগরে তীব্র ভূমিকম্প

এই ভূমিকম্পের পরই , জামাইকা, মেক্সিকো, হন্ডুরাস, গুয়াতেমালা, পানামা, নিকারাগুয়া, কিউবা, কেম্যান আইল্যান্ড, কস্টা রিকা, বাহামাস, বেলিজ এবং হাইতির উপর জারি করা হয়েছে সুনামির সতর্কতা। ইতিমধ্যেই পুয়ের্তো রিকো উপকূলে বিরাট আকারে ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে। এক ধাক্কায় বেড়ে গিয়েছে সমুদ্রের জলস্তর। উপকূল এলাকা থেকে সরে আসতে বলা হয়েছে বাসিন্দাদের। উপকূল থেকে অন্তত ২ কিলোমিটার ভিতরে চলে আসতে বলা হয়েছে। জাহাজ, নৌকা নিয়ে সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে খবর। ভয়াবহ আকার নিতে পারে এই সুনামি। আমেরিকার ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ঢেউয়ের উচ্চতা ০.৩ থেকে ১ মিটার পর্যন্ত হতে পারে।

তীব্র ভূমিকম্পে কাঁপল ক্যারাবিয়ান সাগর,জারি সুনামির সতর্কতা