Portugal Wildfire (Photo Credit: Twitter)

এবার জ্বলছে পর্তুগালের বনাঞ্চল। রিপোর্টে প্রকাশ, পর্তুগালে প্রায় ১৬ হাজার একর বনাঞ্চল দাউ দাউ করে জ্বলছে। যে আগুন নেভাতে প্রায় ১ হাজার দমকল কর্মী অহর্নিশ কাজ করে চলেছেন। পর্তুগালে এখনও পর্যন্ত ৭ হাজার হেক্টর জঙ্গল প্রায় ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর। শুধু তাই নয়, যার জেরে প্রায় ১১জন আহত বলেও জানা যায়।

পর্তুগালে ক্রমশ উষ্ণতা বাড়ছে। কোনও কোনও অঞ্চলে গরম ৪০ ডিগ্রি ছুঁয়েছে। ফলে গোটা দেশ জুড়ে হু হু করে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। অত্যাধিক গরমের জেরেই পর্তুগালের একটি বড় অংশের বনাঞ্চল জ্বলতে শুরু করেছে বলে মনে করছেন পরিবেশবিদরা।

 

পর্তুগালে কয়েক হাজার হেক্টর বনাঞ্চল জ্বলতে শুরু করায়, সেখান থেকে কমপক্ষে ১ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। বনাঞ্চলে ৬০ কিলোমিটারের মধ্যে যাতে কোনও বসতি না থাকে, সেদিকে কড়া নজর রাখতে শুরু করেছে প্রশাসন।