Porsche. (Photo Credits: X)

Porsche: জার্মানির অভিজাত বিলাসবহুল গাড়ি নির্মাতা কোম্পানি 'পোর্সে'বড় ক্ষতির মুখে পড়েছে। 'পোর্সে'-র মুনাফা দ্বিতীয় ত্রৈমাসিকে ৯১ শতাংশ কমেছে। যে কারণে এই জার্মান গাড়ি নির্মাতা সংস্থা বড় সংখ্যক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। পোর্সের চলতি মুনাফা ১.৭ বিলিয়ন ইউরো ( ভারতীয় মুদ্রায় ১৫ হাজার ৩০০ কোটি টাকা) থেকে কমে মাত্র ১৫৪ মিলিয়ন ইউরো ( ১৩৮৬ কোটি টাকা)-তে নেমে গিয়েছে। কোম্পানির মুনাফা হ্রাস পেয়েছে ১৩৯১৪ কোটি টাকা, যা মোট মুনাফার ৯১ শতাংশ।

কেন এই মুনাফায় এত বড় ধাক্কা

এই মুনাফা বিপর্যয়ের কারণ হিসাবে বলা হয়েছে, চিনে কোম্পানির গাড়ির বিক্রিতে ২৮ শতাংশ কমে যাওয়া, বৈদ্যুতিক গাড়ির (ইভি) চাহিদা হ্রাস, মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক এবং কঠিন ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি। কোম্পানির এই কঠিন আর্থিক পরিস্থিতি মোকাবিলায় Porsche ২০২৯ সালের মধ্যে জার্মানিতে প্রায় দু হাজারের কাছাকাছি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ঘোষণা করেছে।

পোর্সের মুনাফায় আঘাত

৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পথে

মানে পোর্সে তাদের জার্মান কর্মীবাহিনীর প্রায় ৫ শতাংশ ছাঁটাই করছে। এই ছাঁটাই স্বেচ্ছায় অবসর এবং বিচ্ছেদ প্যাকেজের মাধ্যমে করা হবে।