Pope Robert Francis Prevost. (Photo Credits:X)

Vatican City First Millennial Saint: ক্যাথলিক চার্চের ইতিহাসে নতুন অধ্যায়। মাত্র ১৫ বছর বয়সে মৃত্যু হলেও, ইতালির তরুণ কার্লো আকুতিস (Carlo Acutis )-কে আনুষ্ঠানিকভাবে সন্ত (Saint) ঘোষণা করলেন পোপ লিও চতুর্দশ (Pope Leo XIV)। এর ফলে সেই ইতালীয় তরুণ হল ক্যাথলিক চার্চের প্রথম 'মিলেনিয়াল সন্ত'(First Millennial Saint)। ক্যাথলিক চার্চে 'সন্ত' হওয়া মানে এমন এক আধ্যাত্মিক স্বীকৃতি, যেখানে সেই মানুষকে সারা বিশ্বের খ্রিস্টানরা ঈশ্বরের কাছাকাছি বলে মানেন। রবিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে মহাসমারোহে অনুষ্ঠিত হয় ক্যানোনাইজেশনের অনুষ্ঠান। আধুনিক সময়ে এটিই সবচেয়ে কমবয়সী সন্ত ঘোষণার ঘটনা। পোপ লিও চতুর্দশ বললেন, "ডিজিটাল যুগেও সেন্টের অনুপ্রেরণা সম্ভব, আর কার্লো তার জীবন্ত প্রমাণ।

২০০৬ সালে লিউকেমিয়ায় মারা যায় কার্লো আকুতিস

১৯৯১ সালে জন্মানো কার্লো আকুতিস কম্পিউটারের প্রতি অদ্ভুত দক্ষ ছিলেন। সেই দক্ষতা কাজে লাগিয়ে তিনি ইউকরিস্টিক মিরাকলের তথ্য দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করেছিলেন। এজন্যই তাঁকে বলা হত 'গড’স ইনফ্লুয়েন্সার'। ২০০৬ সালে লিউকেমিয়ায় মারা গিয়েছিল কার্লো। কিন্তু তাঁর অমলিন বিশ্বাস ও নিঃস্বার্থ দানশীলতা তাঁকে আলাদা করে তোলে। পকেটমানি জমিয়ে তিনি গরিবদের সাহায্য করতেন।

দেখুন সন্ত ঘোষণার ভিডিও

কীভাবে মিলল সন্তের স্বীকৃতি

২০২০ সালে একটি অলৌকিক ঘটনার পর তাকে বিটিফাই (স্বর্গের আশীর্বাদে পৌঁছেছে বলে ঘোষণা) করা হয়। পরে আরও একটি অলৌকিক ঘটনা। কোস্টারিকার এক গুরুতর জখম মেয়ে সুস্থ হয়ে ওঠে কার্লো আকুতিসের প্রার্থনায়। ভ্যাটিকান আনুষ্ঠানিকভাবে স্বীকার করে এই অলৌকিক ঘটনা। এর পরই সন্ত ঘোষণার রাস্তা খুলে যায়। আসিসির গির্জায় কার্লো আকুতিসের অক্ষত দেহ প্রদর্শিত হয়। প্রতিদিন হাজারো মানুষ সেখানে প্রার্থনা জানাতে ভিড় করছেন।