
ভ্যাটিকান সিটি, ১১ মে: ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতিকে স্বাগত জানালেন পোপ লিও চতুর্দশ (Pope Leo XIV)। চিরস্থায়ী শান্তির জন্য দুই দেশের মধ্যে আলোচনায় জোর দিতে বললেন নয়া পোপ। বিশ্বে ছড়িয়ে পড়ুক শান্তি, বন্ধ হোক সব যুদ্ধ, সংঘর্ষ, হিংসা এমন কামনাই করলেন নয়া পোপ। প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল। গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনের প্রাণ হারানোর পর সন্ত্রাসবাদীদের খতম করতে পাকিস্তানে ঢুকে 'অপারেশন সিঁদুর'চালায় ভারত।
কাল, শনিবার থেকে শুরু হয়েছে সংঘর্ষ বিরতি
ভারতের বায়ুসেনার অভিযানে পাকিস্তানে বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়ে যায়। সেই রাগে ভারতের ওপর হামলার চেষ্টা চালায়, ড্রোন হামলা করে পাকিস্তান। সেই সংঘর্ষে বিরতি আসে দুই দেশের মধ্যে আলোচনার পর। যদিও ট্রাম্প প্রসাসনের দাবি, মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতাতেই ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হয়েছে।
পোপের মুখে শান্তির কথা
Pope Leo XIV welcomes the ceasefire between India and Pakistan, hopes negotiations can lead to lasting peace: Reuters
(File Pic Source: Vatican News) pic.twitter.com/fu3ZUaGsNF
— ANI (@ANI) May 11, 2025
প্রকাশ্যে এলেন নয়া পোপ
পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর রোমান ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট ( Robert Francis Prevost, )। পোপ হওয়ার পর তাঁর নাম বদলে হয়েছে 'পোপ লিও চতুর্দশ'। পোপ নির্বাচিত হওয়ার পর রবিবার ভ্যাটিকানের মূল চার্চের বারন্দায় দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ালেন পোপ লিও। তাঁকে দেখতে এদিন ভ্যাটিকানে ভক্তদের ঢল নেমেছিল। আগামী ১৮মে পোপ হিসেবে অভিষেক হচ্ছে তাঁর।