রণডঙ্কা থামার কোনও লক্ষণই আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। উল্টে দিনে দিনে আরও আগ্রাসী হয়ে উঠছে রাশিয়া।খেরসন থেকে সেনা প্রত্যাহারের পর মঙ্গলবার ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে রাশিয়া। রয়টার্স জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে প্রায় এক ডজন বড় শহরে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং বিস্ফোরণ বেজে ওঠে। সেই হামলার মাঝেই ন্যাটো সদস্য পোল্যান্ডের সীমান্ত টপকে উড়ে এল রাশিয়ান মিশাইল (missile attack on a poland territory)।
#UPDATE | Amid Russian missile strikes in Ukraine, some Russian missiles crossed into Poland, a NATO country, killing two people, reports The Associated Press citing US intelligence official https://t.co/yRJNdkbDdZ
— ANI (@ANI) November 15, 2022
পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রক রাশিয়ার তৈরি রকেটের বিষয়টি নিশ্চিত করেছে। পোল্যান্ড ন্যাটো অন্তর্ভুক্ত দেশ তাই ঘটনা সামনে আসতেই এ নিয়ে নতুন আলোড়ন তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। এএফপি রিপোর্ট অনুযায়ী এই দুর্ঘটনায় ২ জন প্রাণ হারিয়েছেন ।
As per Polish media, two died after a projectile struck in an area in Przewodów, a Polish village near Ukraine border, reported AP
— ANI (@ANI) November 15, 2022
তবে এই ঘটনায় এখনো রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পোল্যান্ডের প্রেসিডেন্ট ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের সঙ্গে কথা বলেছেন । মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন একতি টুইট বার্তায় জানান-
আমি পূর্ব পোল্যান্ডে প্রাণহানির জন্য গভীর সমবেদনা জানাতে এবং পোল্যান্ডের বিস্ফোরণের তদন্তের জন্য আমাদের পূর্ণ সমর্থন দেওয়ার জন্য পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্দ্রেজ ডুদার সাথে কথা বলেছি। পরবর্তী পদক্ষেপগুলি নির্ধারণ করতে আমরা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে থাকব৷
Poland's President Andrzej Duda and US President Biden hold talks over the explosion in Eastern Poland. pic.twitter.com/QceoUiWFJ3
— ANI (@ANI) November 16, 2022
দেখুন সেই হামলার ভিডিও-
Poland's foreign ministry confirms Russian-made rocket, landed in its territory, that killed two people, AFP reported https://t.co/2Yowp7fQbG pic.twitter.com/MoAYOOMbcr
— ANI (@ANI) November 15, 2022