Poland Airport Closed (Photo Credit: @TieDyeIntel)

লক্ষ্য ছিল ইউক্রেন, কিন্তু প্রতিবেশী দেশ পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়ল রুশ ড্রোন। জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হল দেশের চারটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরও। পোল্যান্ডের সেনা বুধবার অভিযোগ জানিয়েছে, রুশ ড্রোন বার বার তাদের আকাশসীমায় ঢুকে পড়ছে। ইউক্রেনে হামলা চালানোর সময় পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোন ঢুকে পড়ার জেরে বন্ধ করা হয়েছে পোল্যান্ডের চারটি বিমানবন্দর। উল্লেখ্য, বেশ কয়েকটি রুশ ড্রোন আকাশসীমায় ঢুকে পড়ার পর তাদের নামিয়েছে পোল্যান্ডের সেনা।

পোল্যান্ডের অপারেশনাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ড্রোনগুলি চিহ্নিত করার কাজ চলছে। বায়ুসেনার বিমান পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। স্থলভিত্তিক বিমান প্রতিরক্ষা এবং রেডার ব্যবস্থাও সর্বোচ্চ প্রস্তুতির পর্যায়ে আনা হয়েছে।’’ সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, সামরিক অভিযান চলছে। দেশের নাগরিকদের বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।