Palestine UK: গাজায় যুদ্ধবিরতি (Gaza Ceasfire) নিয়ে ইজরায়েল (Israel)কে বড় চাপে ফেলার কৌশল নিল ব্রিটেন (United Kingsom)। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার (UK PM Keir Starmer) ঘোষণা করলেন, ইজরায়েল যুদ্ধবিরতি রাজি না হলে, তার দেশ আগামী সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে। মঙ্গলবার ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কেইর স্টারমের জানালেন, ইজরায়েল না থামালে, সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘের বৈঠকে প্যালেস্টাইনকে রাষ্ট্রের সম্মতি দেবে। গাজায় শিশুদের ক্ষুধা, অনাহার নিয়েও সরব হন ব্রিটেনের প্রধানমন্ত্রী। অবিলম্বে সেখানে যুদ্ধ বন্ধের আবেদন করেন তিনি। বেঞ্জামিন নেতানিয়াহু-র ইজরায়েলকে বাগে আনতে এবার যুদ্ধবিরতি না করলে প্যালেস্টাইনকে স্বীকৃতির কথা জানালেন পিএম স্টারমার।
দিন দুয়েক আগে ফ্রান্স প্য়ালেস্টাইনকে পৃথক রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ জানান, আগামী সেপ্টেম্বরে তাঁর দেশ রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
দেখুন কী বললেন ব্রিটেনের প্রধানমন্ত্রী
BREAKING: Prime Minister Sir Keir Starmer has announced the UK will recognise Palestine as a state by the United Nations meeting in September, unless Israel agrees to a ceasefire.
Read more: https://t.co/Ays0iPHHg5
📺 Sky 501, Virgin 602, Freeview 233 and YouTube pic.twitter.com/s9HnIrdHas
— Sky News (@SkyNews) July 29, 2025
ব্রিটেনের মত কোনও শর্তআরোপ করেনি ফ্রান্স। প্যালেস্টাইনকে ফ্রান্সের সমর্থন নিয়ে চাপে রয়েছে নেতানিয়াহু-র দেশ, তারপর ইউরোপিয়ান ইউনিয়নের আরও একটি বড় দেশ একই পথে হাঁটলে সমস্যা আরও বাড়বে। তাহলে ব্রিটেনের চাপে এবার গাজায় আগ্রাসন থামাবেন নেতানিয়াহু? বিশেষজ্ঞরা বলছেন, তেমন সম্ভাবান খুবই কম। বন্ধু দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা পারেননি, সেটা ব্রিটেনের প্রধানমন্ত্রী করে ইজরায়েলকে থামিয়ে দেবেন?
ফ্রান্স বিশ্বের ১৪৮তম দেশ হিসাবে প্ল্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে। স্পেন, সুইডেন, আয়ারল্যান্ড সহ ইউরোপের মোট ১২টি প্য়ালেস্টাইনকে আলাদা দেশ বলে মানে।