নয়াদিল্লিঃ দু'দিনের ব্রুনেই সফর সেরে গতকাল ৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। সিঙ্গাপুর(Singapore) তাঁকে সাদরে আমন্ত্রণ জানিয়েছে। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ বার সিঙ্গাপুর পার্লামেন্টে(Parliament Of Singapore) পৌঁছলেন তিনি। সেখানে ভাষণ(Speech) রাখেন তিনি। এদিন মোদী বলেন,"উষ্ণ অভ্যর্থনার জন্য আমি সিঙ্গাপুরকে ধন্যবাদ জানাই। সিঙ্গাপুর শুধু একটি দেশ নয়, সিঙ্গাপুর প্রত্যেকটি উন্নয়নশীল দেশের জন্য ক অনুপ্রেরণা। আমরা ভারতে অনেক সিঙ্গাপুর তৈরি করতে চাই। আমি খুশি যে একসঙ্গে তার কাজ শুরু করতে পেরেছি" এরপর সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং-এর উদ্দেশে তিনি বলেন, "আপনি প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করার পর এটি আমাদের প্রথম বৈঠক। আমার পক্ষ থেকে আপনাকে অনেক অভিনন্দন। আমি আত্মবিশ্বাসী যে 4G-এর নেতৃত্বে, সিঙ্গাপুরের আরও বিকাশ হবে।" প্রসঙ্গত, মঙ্গলবার ব্রুনেই পৌঁছন মোদী। রওনা হওয়ার আগে তাঁকে বলতে শোনা যায়, ”আমাদের মধ্যে ৪০ বছরের কূটনৈতিক সম্পর্ক পালিত হচ্ছে। হাজি হাসানাল বলকিহা ও রাজপরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠকের জন্য উৎসাহিত। আমাদের ঐতিহাসিক সম্পর্ক নতুন উচ্চতায় তসাহিত, এই আশা করি।” এই সফর শেষে সিঙ্গাপুরে গেলেন প্রধানমন্ত্রী। ২০১৮ সালের পর এটাই তাঁর পঞ্চম সিঙ্গাপুর সফর।
বিদেশ সফরে মোদীর প্রতিশ্রুতি
PM Modi receives ceremonial welcome at Singapore's Parliament House
Read @ANI Story | https://t.co/OikepgwgpO #PMNarendraModi #Singapore #LawrenceWong pic.twitter.com/oEYAJZlIlY
— ANI Digital (@ani_digital) September 5, 2024
সিঙ্গাপুরে মোদীর ভাষণ
#WATCH | Singapore: Prime Minister Narendra Modi says "I thank you for your warm welcome. This is our first meeting after you assumed the post of Prime Minister. Many congratulations to you from my side. I am confident that under the leadership of 4G, Singapore will progress even… pic.twitter.com/m4S6BfDWwa
— ANI (@ANI) September 5, 2024