PM Modi: জি-২০ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় পা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসডিজি লক্ষ্য অর্জন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং মহামারি-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের মত জরুরি বিষয় নিয়ে জোহানেসবার্গে হতে চলা জি-২০ সম্মেলনে আলোচনা হবে। দুই দিনের এই সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ভারতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও জোহানেসবার্গে গিয়েছেন, যেখানে রয়েছেন একাধিক মন্ত্রী ও গুরুত্বপূর্ণ উপদেষ্টারা। এই প্রথম আফ্রিকার মাটিতে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
কী কী বৈঠক
জোহানেসবার্গ বিমানবন্দরে পৌঁছানোর পর দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী মোদীকে। ভারত-দক্ষিণ আফ্রিকা, এই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করার প্রয়াস শুরু হয়েছে।এই সফরের অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ছাড়াও বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী। বৈঠকগুলিতে দ্বিপাক্ষিক ও কৌশলগত অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা হবে।
দেখুন খবরটি
STORY | PM Modi arrives in South Africa to attend G20 summit
Prime Minister Narendra Modi arrived in Johannesburg on Friday to attend the G20 Leaders' Summit being held under South Africa’s Presidency.
READ: https://t.co/hhwzjJoq4w
(Third party) pic.twitter.com/2TJHOkzWx4
— Press Trust of India (@PTI_News) November 21, 2025
গ্লোবাল সাউথের স্বার্থরক্ষায় জোরালো ভূমিকা রাখাই ভারতের লক্ষ্য। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং জলবায়ু অর্থায়ন বাড়ানোর দাবি তুলবে ভারত। বিশ্বনেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে জোহানেসবার্গ জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরেও বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্মেলন শেষে 'জোহানেসবার্গ ঘোষণা' গ্রহণ করা হবে বলে আশা করা হচ্ছে, যেখানে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও ডিজিটাল রূপান্তর নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি থাকবে।