ওয়াশিংটন: উজ্বল ভবিষ্যতের (Brighter future) দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বিশ্বকে (world)। নিজেদের স্বার্থ দেখার সঙ্গে সঙ্গে দেখতে হবে সমগ্র পৃথিবীর মঙ্গলও। শুক্রবার হোয়াইট হাউসে (White House) আমেরিকা (USA) ও ভারতের (India) শীর্ষ সংস্থাগুলির চেয়ারম্যান (Chairmen) ও সিইও (CEO)-দের নিয়ে আয়োজিত অনুষ্ঠান 'হাইটেক হ্যান্ডশেক' (Hi-Tech Handshake)-এ হাতে হাত রেখে যেন এই অঙ্গীকারই করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Indian PM Narendra Modi) ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden)! যৌথ সাংবাদিক বৈঠক থেকে গোটা বিশ্বকে যেন বার্তা দিলেন পরিবেশ থেকে শিল্প, শিক্ষা থেকে চিকিৎসা। সর্বক্ষেত্রেই সকলের মঙ্গল জন্য কাজ করবেন।
দেখুন ভিডিয়ো:
#WATCH | "Whether we call it the American dream or Indian dream...our people believe profoundly in opportunity. No matter who we are or where we come from, we can make something more of ourselves...," says US Secretary of State Antony Blinken as he raises a toast "to the shared… pic.twitter.com/3N6823sSJc
— ANI (@ANI) June 23, 2023
মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা (Microsoft CEO Satya Nadella), গুগলের সিইও সুন্দর পিচাই (Google CEO Sundar Pichai), নাসার অ্যাস্ট্রোনাট সুনীতা উইলিয়ামস (NASA astronaut Sunita Williams), মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা (Mahindra Group Chairman Anand Mahindra), রিলায়েন্স ইন্ড্রাস্টির চেয়ারম্যান ও এমডি মুকেশ আম্বানি (Reliance Industries Chairman & MD Mukesh Ambani), জেরোডা ও ট্রু বেকন-এর সহ প্রতিষ্ঠাতা নিখিল কামাথ (Zerodha & True Beacon Co-Founder Nikhil Kamath)-সহ দুই দেশের বিখ্যাত সব ব্যক্তিত্বের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রযুক্তি ও মেধার মেলবন্দনে উজ্জ্বল ভবিষ্যৎ হবেই বলে দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
#WATCH | The coming together of talent and technology guarantees a brighter future, says PM Modi at the Hi-Tech Handshake event with top CEOs of the US and India at the White House. pic.twitter.com/auRA883duZ
— ANI (@ANI) June 23, 2023
অন্যদিকে জো বাইডেন (US President Joe Biden) বলেন, "আমাদের একসঙ্গে পথ চলা শুধুমাত্র আমাদের নিজেদের লোকেদের জন্য গোটা বিশ্বের ভালোর কথাই ভাবছি আমরা। পরিবেশ সংরক্ষণ থেকে বিশ্বকে বিকশিত ও রক্ষা করা, মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করা, মহামারি রোখার বন্দোবস্ত এবং আমাদের নাগরিক সত্যিকারের সুযোগ দেওয়া।" আরও পড়ুন: Cairo City: মোদির প্রতীক্ষায় প্রহর গুণছে মিশর! দেখুন কায়রো শহরের ভিডিয়ো
#WATCH | PM Modi and US President Joe Biden address the CEOs at the Hi-Tech Handshake event at the White House pic.twitter.com/h0wQFUswtm
— ANI (@ANI) June 23, 2023