কানাডা সফর সেরে বর্তমানে ক্রোয়েশিয়ায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। কিন্তু এই সফরের মাঝেও মার্কিন প্রেসিডেন্ট হস্তক্ষেপ করতে চেয়েছিল। একদিকে পাকিস্তানের সেনাপ্রধান যখন আমেরিকা সফরে রয়েছে, সেই আবহে আচমকাই প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প। তবে পূর্ব নির্ধারিত সফরসূচি কোনওভাবেই বদলাতে চাননি মোদী। সেই কারণে আপাতত ট্রাম্পের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। তবে পাল্টা ট্রাম্পকে ভারত সফরে ডাকেন প্রধানমন্ত্রী। সেই আমন্ত্রণ অবশ্য গ্রহণ করেন আমেরিকার প্রেসিডেন্ট। বর্তমানে ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব সেদেশের প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচের (Andrej Plenkovic) সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

ক্রোয়েশিয়ায় প্রবাসী ভারতীয়দের সঙ্গে মোদীর সাক্ষাৎ

এরপর সেদেশের প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন মোদী। দুই দেশের রাষ্ট্রনেতা পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দেন। এই প্রথম ভারতের তরফ থেকে কোনও প্রধানমন্ত্রী ক্রোয়েশিয়ায় পা রাখল। যা অনন্য নজির। অপারেশন সিঁদুরের পর এই প্রথম ত্রিদেশীয় সফর করছেন প্রধানমন্ত্রী মোদী। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সাইপ্রাস, কানাডার পর ক্রোয়েশিয়া সফর তাঁর তালিকায় আগে থেকেই ছিল। এই সফরে দুই দেশ মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তিতে চুক্তিবদ্ধ হতে চলেছে।

ট্রাম্পকে বার্তা মোদীর

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গ ৩০ মিনিটের ওপর ফোনে কথোপকথন হয়। সেই আলোচনায় ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দেন ভারত-পাকিস্তানের মধ্যে যে দ্বন্দ্বই হয়েছে, সেখানে তৃতীয় শক্তির কোনও মধ্যস্থতার জায়গা ছিল না। পাকিস্তানের বিরুদ্ধে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে তা ভারসাম্যপূর্ণ ও সুনির্দিষ্ট ছিল।