Indian community gathers on White House lawns to welcome PM Modi (Credits: ANI)

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রনে তিন দিনের মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi's US Visit)। মোদীর মার্কিন সফর নিয়ে তুমুল উচ্ছ্বাস প্রবাসী ভারতীয়দের মধ্যে। তিন দিনের মার্কিন সফরে বৃহস্পতিবার মোদী এসে পৌঁছান ওয়াশিংটনে (Washington)। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হোয়াইট হাউসের (White House) দক্ষিণ লনে জড়ো হয়েছেন অনাবাসী ভারতীয়রা। কারুর হাতে ভারতের পতাকা তো আবার কারুর হাতে যুক্তরাষ্ট্রের পতাকা। মুখে তাঁদের 'মোদী মোদী' রব।

হোয়াইট হাউসের বাইরের চিত্র... 

একই চিত্র দেখা গিয়েছিল এদিন সকালে উইলার্ড ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বাইরে। এই হোটেলেই থাকছেন প্রধানমন্ত্রী। মোদীর আসার খবর পাওয়া মাত্রই হোটেলের বাইরে ভিড় জমিয়েছিলেন মার্কিন মুলুকে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা। প্রধানমন্ত্রী আসতেই তুমুল উচ্ছ্বাস তাঁদের মধ্যে। 'মোদী মোদী' স্লোগানের মাঝে কারুর কারুর মুখে আবার শোনা গেল 'জয় শ্রী রাম' ধ্বনিও। ভারতীয়দের দেখে বেজায় খুশি হন প্রধানমন্ত্রী। হাসি মুখে হাত নাড়েন তাঁদের উদ্দেশ্যে। কারুর কারুর সঙ্গে হাতও মেলান তিনি।

হোয়াইট হাইসের বাইরে উচ্ছ্বসিত অনাবাসী ভারতীয়...