Shubhanshu Shukla and PM Modi (Photo Credits: X)

Shubhanshu Shukla Returns Earth: মহাকাশে ১৮ দিন কাটিয়ে পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্ল (Shubhanshu Shukla) এবং তাঁর সঙ্গীরা। স্পেসএক্সের মহাকাশযান ড্রাগনে চড়ে ভারতীয় নভশ্চর নেমে এলেন মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়া উপকূলে। ১৫ জুলাই, মঙ্গলবার ভারতীয় সময় তখন দুপুর ৩টে, শুভাংশুরা ক্যালিফোর্নিয়া উপকূলে নামেন। উচ্ছ্বাসে ফেটে পড়ে শুভাংশু শুক্ল-সহ চার নভশ্চরের পরিবার। সমগ্র ভারতবাসীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁদের সাদর আমন্ত্রণ জানিয়েছেন। ভারতীয় মহাকাশচারীদের স্বাগত জানাতে জাতির সঙ্গে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, 'এটি আমাদের নিজস্ব মানব মহাকাশ অভিযান - গগনযানের দিকে আরেকটি মাইলফলক'।

শুভাংশুদের সাদর আমন্ত্রণ মোদীর

ভারতের সময় অনুযায়ী মঙ্গলবার দুপুরে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল-সহ চার নভশ্চরের পৃথিবীতে পা রেখেছেন। কিন্তু মার্কিন মুলুকে ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো উপকূলে তখন রাত। সোমবার, ১৪ জুলাই ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৪টে ৪৫ মিনিটে আন্তর্জাতিক স্পেস স্টেশন (International Space Station) থেকে বিচ্ছিন্ন হয়েছিল শুভাংশুদের মহাকাশযান। মহাকাশে প্রায় ২২ ঘণ্টার যাত্রা করে পৃথিবীতে অবতারণ করেছেন শুভাংশুরা। যাত্রাপথে ক্যাপসুলের গতি ছিল ঘণ্টায় ২৮ হাজার কিলোমিটার। ধীরে ধীরে তা কমে দাঁড়ায় ২৪ কিলোমিটারে। গন্তব্যের খুব আছে আসতে খুলে যায় চারটি প্যারাশ্যুট। ভাসতে ভাসতে প্রশান্ত মহাসাগরে নেমে আসে ‘ড্রাগন’।

ড্রাগনের পেট থেকে বের করে আনা হচ্ছে শুভাংশুদের

শুভাংশু স্বাগত জানিয়েছে প্রধানমন্ত্রী এদিন এক্স হ্যান্ডেলে লেখেন, 'মহাকাশেরঐতিহাসিক অভিযান থেকে পৃথিবীতে ফিরে আসা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে স্বাগত জানাতে আমি জাতির সঙ্গে যোগ দিচ্ছি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শনকারী ভারতের প্রথম মহাকাশচারী হিসেবে, তিনি তাঁর নিষ্ঠা, সাহস এবং অগ্রণী মনোভাবের মাধ্যমে কোটি কোটি স্বপ্নকে জাগিয়ে তুলেছেন'।