গত ১৬ নভেম্বর থেকে বিদেশ সফরে রয়েছেন । তিন দেশের সফরে প্রথমে নাইজেরিয়া, ব্রাজিল হয়ে গায়ানায় পাঁচ দিনের সফর শেষ করবেন তিনি। ব্রাজিলে জি-20 সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যেই মোদীর মূল সফর। সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি মহম্মদ ইরফান আলীর আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী আজ গায়ানায় পৌঁছেছেন। ৫০ বছরেরও বেশি সময় পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর গায়ানায় এটি প্রথম সফর। এছাড়াও গায়ানায় প্রধানমন্ত্রী ২য় ভারত-ক্যারিকম শীর্ষ সম্মেলনে যোগ দেবেন, যেখানে তিনি ঐতিহাসিক সম্পর্ক পুনর্নবীকরণ করতে এবং গভীর সহযোগিতার সুযোগ অন্বেষণ করতে ক্যারিবিয়ান দেশগুলির নেতাদের সঙ্গে দেখা করবেন।গায়ানা সফরে প্রধানমন্ত্রী মোদী কমনওয়েলথ অফ ডমিনিকা থেকে সর্বোচ্চ জাতীয় পুরস্কার গ্রহণ করবেন। কোভিড (COVID-19) মহামারী চলাকালীন ডোমিনিকাতে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ এবং ভারত ও ডোমিনিকার মধ্যে অংশীদারিত্বকে শক্তিশালী করার জন্য তাঁর উত্সর্গের স্বীকৃতিস্বরূপ ক্যারিবীয় দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ডোমিনিকা পুরস্কার অফ অনার প্রদান করবে।
আজ বিমানবন্দরে নামতেই তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান রাষ্ট্রপতি মহম্মদ ইরফান আলী। জর্জটাউনে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয় গায়ানার তরফে।
দেখুন সেই ভিডিও-
#WATCH | Prime Minister Narendra Modi receives ceremonial welcome and Guard of Honour in Georgetown, Guyana
During his visit, PM Modi will hold a bilateral with President Mohamed Irfaan Ali and will address a special sitting of Guyana's parliament. He will also join leaders from… pic.twitter.com/3cnVzCGOeD
— ANI (@ANI) November 20, 2024