India-US Mega Partnership (Photo Credit: X@ANI)

মার্কিন সফরে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সফরের মাঝে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্পের সঙ্গে এটাই ছিল প্রধানমন্ত্রী মোদীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।বৈঠকে উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বৈশ্বিক শান্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তাকে একজন ‘মহান নেতা’ বলে অভিহিত করেছেন। ট্রাম্প বলেন যে প্রধানমন্ত্রী মোদী তাঁর চেয়ে ভাল আলোচনাকারী, আর এ ব্যাপারে মোদির সঙ্গে তার কোনো প্রতিযোগিতা নেই। এদিকে ট্রাম্পকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। দুই নেতার মধ্যে বৈঠকে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং দ্বিপাক্ষিক সহযোগিতা প্রচারের মাঝেই মোদী জানান যে দুই রাষ্ট্রনেতার হাত ধরে ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে। আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে দু'দেশ। তিনি বলেন-  ‘আমেরিকার মানুষ তো খুব ভালোভাবেই MAGA-র কথা জানেন - মেক আমেরিকা গ্রেট এগেন (ট্রাম্পের নির্বাচনী প্রচারের স্লোগান)। আর ভারতীয়রা বিকশিত ভারত ২০৪৭ মিশনের দিকে এগিয়ে চলেছেন। আমেরিকার ভাষায় সেটা হল - মেক ইন্ডিয়া গ্রেট এগেন (MIGA)। যখন আমেরিকা এবং ভারত একইসঙ্গে কাজ করে, তখন এই MAGA এবং MIGA জুড়ে হয়ে যায় সমৃদ্ধির জন্য মেগা জোট।’আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ২০৩০ সালের মধ্যে আমাদের বাণিজ্য দ্বিগুণ করব।'