PM Modi Russia Visits (Photo Credits: ANI)

মস্কো, ৯ জুলাইঃ ২২'তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে সোমবার বিকেলেই মস্কো পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দুদিনের সফরে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্য নিয়েছে মোদী এবং পুতিন। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম রাশিয়া সফরে গেলেন নমো। মঙ্গলবার ৯ জুলাই মস্কোয় প্রবাসী ভাষণস্থলে পৌঁছে মোদী তুলে ধরলেন আকজের দিনের বিশেষত্ব। জানালেন, ঠিক এক মাস আগে এই দিনেই (৯ জুন) তিনি দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে দাঁড়িয়ে তৃতীয়বার সরকার গঠনের শপথ নিয়েছিলেন।

রাশিয়া সফরে (PM Modi Russia Visits) গিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মসৃণ করার পাশাপাশি সে দেশের ভারতীয় প্রবাসীদের সঙ্গেও বিশেষভাবে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী মোদী। রাশিয়া সফরের দ্বিতীয় দিনে মস্কোয় প্রবাসী ভাষণস্থলে পৌঁছে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেন তিনি। তৃতীয়বার সরকার গঠনের আনন্দ উচ্ছ্বাস ফেটে পড়ে মোদীর চোখে, মুখে এবং ভাষণেও। নমো বলেন, 'তৃতীয়বার সরকার গঠনের পর ভারতীয় প্রবাসীদের সঙ্গে এটি আমার প্রথম কথোপকথন। আজ ৯ জুলাই, ঠিক এক মাস আগে এই দিনেই তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলাম'। সেদিন সরকার গঠনের সময়ে মোদী মনে মনে আরও একটি শপথ নিয়েছিলেন বলেও জানালেন। মোদীর শপথ, তিনগুণ বেশি শক্তি নিয়ে, তিনগুণ বেশি গতিতে কাজ করবে তাঁর সরকার। তাঁর সরকারের তৃতীয় মেয়াদেই ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করা।

মোদীর ভাষণ... 

২০২২ সাল থেকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোদী রাশিয়া যাননি। এদিকে দীর্ঘদিন ধরেই রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠছে, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ভালো চাকরির টোপ দেখিয়ে যুবকদের নিয়ে গিয়ে জোর করে রুশ সেনায় সামিল করে যুদ্ধে পাঠানো হচ্ছে। তবে রাশিয়া সফরে গিয়ে এই বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী। রুশ সেনার জন্য যে ভারতীয়রা কাজ করছেন, তাঁদের নিরাপদে দেশে ফেরানোর হবে বলে আশ্বাস দিয়েছে মস্কো।