PM Modi First Egypt Visit (Photo Credits: ANI)

তিন দিনের মার্কিন সফর শেষে শনিবার সকালে ওয়াশিংটন থেকেই মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম নীলনদের দেশে পা রাখলেন মোদী (PM Modi First Egypt Visit)। শনিবার সন্ধে ৬টা বাজার কিছুটা আগেই মোদীর বিমান পৌঁছল মিশরের কায়রো বিমান বন্দরে। দু দিনের মিশর সফরে প্রধানমন্ত্রীর রয়েছে একগুচ্ছ কর্মসূচি।

কায়রো পৌঁছালেন মোদী... 

১৯৯৭ সালের পর এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী মিশর সফর করছেন। তাই স্বাভাবিক ভাবেই এই সফর মিশরের কাছে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কায়রো বিমান বন্দরে আগে থেকেই পৌঁছে গিয়েছিলেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাডবাউলি (Prime Minister of Egypt Mostafa Madbouly)। নরেন্দ্র মোদীর থাকার জন্যে বিশেষ ব্যবস্থার আয়োজন করা হয়েছে সেখানে। কায়রোর যে হোটেলে মোদী থাকবেন সেই হোটেল সাজিয়ে তোলা হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর ভূমিকা নিয়ে মিশরীয় কবি আহমেদ শাওকির লেখা কবিতা 'গান্ধী'র চিত্র দিয়ে। এছাড়াও মিশরীয় রাষ্ট্রপতি আবদেল ফাতেহ এল সিসির ভারত সফরের একাধিক ছবি সারি দিয়ে সাজানো হয়েছে হোটেলের করিডরে।

কায়রোর যে হোটেলে থাকবেন মোদী... 

দীর্ঘ ২৬ বছর পর ভারতের প্রধানমন্ত্রীর মিশর আগমন নিয়ে উচ্ছ্বসিত মিশরের প্রবাসী ভারতীয় সম্প্রদায়। হোটেলের বাইরে একে একে ভিড় জমাতে শুরু করেছেন তাঁরাও।

কী বলছেন অনাবাসী ভারতীয়রা... 

মোদীর দুই দিনের মিশর সফরে রয়েছে একাধিক কর্মসূচি। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, এদিন রাতেই মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাডবাউলির সঙ্গে বৈঠকে বসবেন মোদী। আলোচনা করবেন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে। এরপর তিনি সাক্ষাৎ সারবেন মিশরে বসবাসকারী অনাবাসী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে। রবিবার মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাতেহ এল সিসির (President of Egypt Abdel Fattah El-Sisi) সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।