ভ্যাকসিনের প্রতীকি ছবি (Photo Credits: Oxford Twitter)

ওয়াশিংটন, ৯ নভেম্বর: তৃতীয় দফার ট্রায়ালে কোভিড-১৯ (COVID19) প্রতিরোধে তৈরি ৯০ শতাংশ কার্যকর বলে জানালো মার্কিন ওষুধ নির্মাতা কোম্পানি ফাইজার (Pfizer) ও জার্মান কোম্পানি বায়োএনটেক। সোমবার দুটি সংস্থার তরফে একথা ঘোষণা করা হয়। নভেম্বরেই জরুরি ব্যবহারের জন্য আসতে পারে ভ্যাকসিনের ফাইল।

প্রাথমিক পর্যবেক্ষণে, ওই ভ্যাকসিনের দুটি ডোজের প্রথমটি প্রয়োগের ২৮দিন পরে ও দ্বিতীয়টি দেওয়ার সাতদিন বাদে কোভিড-১৯ সংক্রমিত রোগীর দেহে প্রতিরোধী সুরক্ষা তৈরি হয়েছে। মার্কিন মিডিয়ার খবর, দুটি সংস্থা বলেছে, আগে থেকে সংক্রমণের লক্ষণ, প্রমাণ দেখা যায়নি, এমন লোকজনের ক্ষেত্রে কোভিড-১৯ রুখতে ৯০ শতাংশের বেশি কার্যকর তাদের তৈরি ভ্যাকসিন। আরও পড়ুন, প্রেসিডেন্ট পদ ছাড়ার আগে করোনার দায়ে দুষ্ট চিনকে শাস্তি দিতে পারেন ট্রাম্প, বিশেষজ্ঞ মতামত

এক বিবৃতিতে ফাইজার জানিয়েছে, আমাদের কোভিড-১৯ ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের প্রথম পর্বের যে ফল এসেছে, তাতে আমাদের ভ্যাকসিনের করোনাভাইরাস প্রতিরোধী ক্ষমতার প্রাথমিক প্রমাণ মিলেছে।

গোটা বিশ্বে কোভিড ভ্যাকসিন নিয়ে পর্যবেক্ষণ করছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও পুণের সিরাম ইনস্টিটিউট সহ একাধিক দেশের নানা কোম্পানি ভাইরাস তৈরির দৌড়ে নেমেছে। তার মধ্যেই প্রতিষেধক ভ্যাকসিনের কার্যকারিতা, প্রতিরোধী শক্তি কতদিন থাকবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।