Peru Sand Storm (Photo Credit: X/Screengrab)

Sand S torm: একের পর এক ঝটকা। রাশিয়ায় (Russia Earthquake) ভয়াবহ ভূমিকম্প। জাপান (Japan), আমেরিকায় (US) সুনামির (Tsunami) ঢেউ আছড়ে পড়তে না পড়তেই এবার পেরুর (Peru) পালা। পেরুতে শুরু হয়েছে ভয়াবহ ধুলোর ঝড় (Sand And Dust Storm)। দক্ষিণ পেরুতে শুরু হয়েছে এই শক্তিশালী ধুলোর ঝড়। ভয়াবহ ধুলোর ঝড়ে মানুষ কিছু দেখতে পাচ্ছে না। ফলে ঘর থেকে যাতে কেউ না বের হন, সে বিষয়ে প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ধুলোর ঝড়ের মাঝে যদি কাউকে সত্যিই ঘরের বাইরে বেরোতে হয়, তাহলে মাস্ক ব্যবহার করুন বলেও জারি করা হয়েছে সতর্কতা।

দেখুন কীভাবে দানবের মত এগিয়ে আসছে ধুলোর ঝড়...

 

ধুলোর ঝড়ে ঢেকে গিয়েছে চারপাশ...

 

দক্ষিণ পেরুতে শক্তিশালী ধুলোর ঝড় যেন শক্ত পাহাড়ের মত করে এগিয়ে আসতে শুরু করে...

 

ধুলোর ঝড়ের প্রভাবে কী কী রোগ দেখা দিতে পারে মানুষের

ধুলোর ঝড়ের প্রভাব নিশ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিতে পারে। এই ধুলোর ঝড় যেমন হৃদযন্ত্রের ক্ষতি করে, তেমনি ফুসফুসের ক্ষতিও করে বহুল পরিমাণে।

ধুলোর ঝড়ের কারণে দৃশ্যমানতা একেবারে কমে যায়। ফলে যে কোনও মুহূর্তে এই ধুলোর ঝড় সড়ক থেকে রেল কিংবা বিমান দুর্ঘচনা ঘটাতে সক্ষম। দক্ষিণ পেরুতে প্রবল ধুলোর ঝড়ের কারণে বেশ কয়েকটি গাছও যেমন ভেঙে পড়ে, তেমনি বিভিন্ন অঞ্চলের গতি থেমে যায়। গাড়ি থেকে বাস কিংবা ট্রেন, কিছুই চলাচল করেনি। ফলে দক্ষিণ পেরু যেন থমকে যায়।