Sand S torm: একের পর এক ঝটকা। রাশিয়ায় (Russia Earthquake) ভয়াবহ ভূমিকম্প। জাপান (Japan), আমেরিকায় (US) সুনামির (Tsunami) ঢেউ আছড়ে পড়তে না পড়তেই এবার পেরুর (Peru) পালা। পেরুতে শুরু হয়েছে ভয়াবহ ধুলোর ঝড় (Sand And Dust Storm)। দক্ষিণ পেরুতে শুরু হয়েছে এই শক্তিশালী ধুলোর ঝড়। ভয়াবহ ধুলোর ঝড়ে মানুষ কিছু দেখতে পাচ্ছে না। ফলে ঘর থেকে যাতে কেউ না বের হন, সে বিষয়ে প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ধুলোর ঝড়ের মাঝে যদি কাউকে সত্যিই ঘরের বাইরে বেরোতে হয়, তাহলে মাস্ক ব্যবহার করুন বলেও জারি করা হয়েছে সতর্কতা।
দেখুন কীভাবে দানবের মত এগিয়ে আসছে ধুলোর ঝড়...
NEW - Strong winds from a South Pacific anticyclone triggered a massive sand and dust storm in southern Peru pic.twitter.com/LqcbcCAYCv
— Insider Paper (@TheInsiderPaper) August 1, 2025
ধুলোর ঝড়ে ঢেকে গিয়েছে চারপাশ...
AVISO
Impactante tormenta de arena hoy en Ica, Perú
Especialistas la califican de fenómeno nunca antes visto, la gente tuvo que usar cubrebocas para salir a la calle.
Vía @LaCronicaDeHoy pic.twitter.com/faaeBNwKtT
— Geól. Sergio Almazán (@chematierra) August 1, 2025
দক্ষিণ পেরুতে শক্তিশালী ধুলোর ঝড় যেন শক্ত পাহাড়ের মত করে এগিয়ে আসতে শুরু করে...
A massive sandstorm is currently sweeping through the Ica region in southern Peru, drastically reducing visibility and disrupting transportation.
Powerful winds are lifting huge clouds of dust, forcing residents to seek shelter.
While sandstorms are not unheard of in the area,… pic.twitter.com/rAAWmBg7Gi
— WorldWatchYASS (@Yass_Smith) July 31, 2025
ধুলোর ঝড়ের প্রভাবে কী কী রোগ দেখা দিতে পারে মানুষের
ধুলোর ঝড়ের প্রভাব নিশ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিতে পারে। এই ধুলোর ঝড় যেমন হৃদযন্ত্রের ক্ষতি করে, তেমনি ফুসফুসের ক্ষতিও করে বহুল পরিমাণে।
ধুলোর ঝড়ের কারণে দৃশ্যমানতা একেবারে কমে যায়। ফলে যে কোনও মুহূর্তে এই ধুলোর ঝড় সড়ক থেকে রেল কিংবা বিমান দুর্ঘচনা ঘটাতে সক্ষম। দক্ষিণ পেরুতে প্রবল ধুলোর ঝড়ের কারণে বেশ কয়েকটি গাছও যেমন ভেঙে পড়ে, তেমনি বিভিন্ন অঞ্চলের গতি থেমে যায়। গাড়ি থেকে বাস কিংবা ট্রেন, কিছুই চলাচল করেনি। ফলে দক্ষিণ পেরু যেন থমকে যায়।