নয়াদিল্লিঃ ক্রমে ভয়াবহ হচ্ছে বাংলাদেশের (Bangladesh)পরিস্থিতি। প্রতিনিয়ত বাংলাদেশের হিন্দুদের (Hindu) উপর বাড়ছে অত্যাচার। রোজ সামনে আসছে আক্রমণের নানা ছবি। আর এ বার ওপার বাংলার হিন্দুদের পাশে দাঁড়াল কানাডার প্রবাসী হিন্দুরা। টরন্টোর রাস্তায় প্রতিবাদ মিছিল হিন্দুদের। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সুর চড়ালেন হিন্দুরা। এ দিন টরন্টোতে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভে সামিল হন হিন্দু সম্প্রদায়ের মানুষ। হাতে পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে চলে বিক্ষোভ। হিন্দুদের মারধর, বাড়িঘর-দোকান পুড়িয়ে দেওয়ার চরম নিন্দা করেন বিক্ষোভকারীরা। টরন্টোর এক বাসিন্দা বলেন, "আমরা বাংলাদেশ দূতাবাসের সামনে সমবেত হয়েছি। চলতি বছরের অগস্ট মাস থেকে বাংলাদেশে যা চলছে তা মেনে নেওয়া যায় না। হিন্দুদের উপর এই নির্মম অত্যাচারের প্রতিবাদ জানাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক না হলে অবিলম্বে চরম সিদ্ধান্ত নেওয়া উচিত।" প্রসঙ্গত, বাংলাদেশে শেখ হাসিনা জমানার অবসানের পর থেকে হিন্দুদের উপর নানা আক্রমণ নেমে আসছে। প্রতিদিনই চলছে বেলাগাম সন্ত্রাস। কখনও মারধর, কখনও আবার পুড়িয়ে দেওয়া হচ্ছে দোকান-বাড়ি। শুধু তাই নয়, খুন এবং ধর্ষণের অভিযোগও উঠছে। এতদিন হিন্দু নির্যাতনের কথা অস্বীকার করলেও গতকাল, অর্থাৎ ১০ ডিসেম্বর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বাংলাদেশে হিন্দু নিপীড়নের কথা স্বীকার করে ইউনূস সরকার।
বাংলাদেশে অব্যাহত সংখ্যালঘু নিপীড়ন, কানাডার রাস্তায় প্রতিবাদের সুর চড়ালেন প্রবাসী হিন্দুরা
#WATCH | People from the Hindu community in Canada hold a protest outside the Bangladesh Consulate in Toronto over the recent attack on Hindus in Bangladesh pic.twitter.com/cOhNJV9SYh
— ANI (@ANI) December 11, 2024