Diwali In USA Empie Building Photo Credit: Twittter@ANI

এই প্রথম মার্কিন মুলুকের কোনও প্রদেশে দিওয়ালিতে সরকারী ছুটি ঘোষণা করা হল। মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভিনিয়ায় এই প্রথম আাগমী ৩১ অক্টোবর, দিওয়ালিতে সমস্ত সরকারী, বেসরকারী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, ব্যাঙ্ক বন্ধ থাকবে। পেনসিলভিনিয়ার গর্ভনর জোশ শাপিরো সরকারী নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছেন, গোটা প্রদেশ দিওয়ালির আলোর উৎসবে সামিল হবে, তাই আগামী ৩১ অগাস্ট ছুটি ঘোষণা করা হল। পেনসিলভিনিয়ায় বহু প্রবাসী ভারতীয় বাস করেন। সেখানকার বিভিন্ন রাস্তায় ভারতীয় রেস্তোঁরা দেখতে পাওয়া যায়।

এর আগে নিউ ইয়র্কে ও নিউ জার্সিতে দিওয়ালিতে স্কুল ছুটি দেওয়া হয়। কিন্তু ভারতীয়দের আলোর উৎসবে সরকারী ছুটি মার্কিন মুলুকে এই প্রথম। গত বছর হোয়াইটওয়াশ সস্ত্রীক প্রেসিডেন্ট জো বাইডেন দিওয়ালি পালন করেছিলেন। প্রসঙ্গত, দিন কয়েক আগে মার্কিনীদের গর্বের টাইমস স্কোয়ারে প্রথমবার দুর্গাপুজোর আয়োজন হয়েছিল।

পেনসিলভিনিয়ায় দিওয়ালিতে সরকারী ছুটি

আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেডিসেন্ট নির্বাচনে পেনসিলভিনিয়া খুবই গুরত্বপূর্ণ একটি প্রদেশ। বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বা কমলা হ্যারিস, 'সুইং স্টেট' পেনসিলভিনিয়ায় যে জিতবেন, তিনিই দেশের মসনদে বসবেন। পেনসিলভিনিয়ার ভোটে প্রবাসী ভারতীয়দের প্রভাব থাকবে।