Gaza (Photo Credit: Twitter)

ইজরায়েল হামাসের মধ্যে যুদ্ধ যাতে বাড়াবাড়ি পর্যায়ে না যায় এবং তা যাতে দ্রুত বন্ধ করা হয় তার জন্য বিশ্বের সমস্ত দেশকে আহব্বান জানালেন প্যালেস্তাইন। শনিবার প্যালেস্তাইনের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এই আহব্বান জানানো হয় সারা বিশ্বের কাছে।

অক্টোবরের ৭ তারিখে হামাসের আক্রমনের পর থেকে লাগাতার পাল্টা আক্রমন চালিয়ে যাচ্ছে ইজরায়েলের সেনা বাহিনী। হামলার জেরে যেমন বেড়েছে মৃত্যুর সংখ্যা ঠিক তেমনই গাজাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, পানীয় জল বন্ধ করে অসহনীয় পরিস্থিতির সৃষ্টি করেছে ইজরায়েল।

তাই নিজেদের এক্স হ্যান্ডেলে এই যুদ্ধ দ্রুত বন্ধ করার জন্য সারা বিশ্বের কাছে আহব্বান জানিয়েছেন প্যালেস্তাইনের বিদেশমন্ত্রক। ইজরায়েল ডিফেন্স ফোর্সেস এর মুখপত্র রেয়ার অ্যাডমেরাল জেনারেল হ্যাগেরির তরফে গাজা উপত্যকায় বিমান হামলা বাড়ানোর কথা জানানোর পরেই এই আবেদন করা হয় প্যালেস্তাইনের পক্ষ থেকে।

স্থল অভিযানের আগে বিমান হামলার বহর আরও বাড়িয়েছে ইজরায়েল। ইজরায়েলের অ্যাশকেলন শহরে শোনা গেছে বোমা বর্ষণের আওয়াজ।

প্যালেস্তাইন রেড স্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা গাজাতে তাদের কন্ট্রোল রুমের ওপর থেকে নির্দেশনা হারিয়ে ফেলেছে। এদিকে ইজরায়েল ডিফেন্স ফোর্সের তরফে গাজাতে স্থল অভিযানের পরিমান বাড়ানো হয়েছে । গাজা সীমান্ত জুড়ে একত্রিত করা হয়েছে ট্যাঙ্ক  সহ অন্যান্য সামরিক অস্ত্র।