Pakistan: পাকিস্তানি মডেলের রহস্যজনক মৃত্যু, গলায় ফাঁস দেখে দানা বাঁধছে সন্দেহ
নায়াব নাদিম

লাহোর, ১৩ জুলাই: নায়াব নাদিম ( Nayab Nadeem) নামে এক পাকিস্তানি মডেলের (Pakistani Model) মৃত্যু ঘিরে শোরগোল ছড়াতে শুরু করেছে গোটা পাকিস্তান জুড়ে। লাহোরে (Lahore) নিজের বাড়িতে শ্বাসরোধ করে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বছর ২৯-এর এই মডেলের মৃতদেহ।

গলায় ফাঁস দিয়েই নায়াব নাদিমের মৃত্যু হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। তবে ময়না তদন্তের রিপোর্ট এলেই গোটা বিষয়টির খোলসা করা যাবে বলেও জানানো হয় পুলিশের তরফে।

আরও পড়ুন:  Mimi Chakraborty: রথের দিনে বাড়িতে বিশেষ পুজো, ছবি শেয়ার করলেন মিমি

ডন-এর খবর অনুযায়ী, নায়াব নাদিমের সৎ ভাই মহম্মদ আলি দাবি করেন, তিনি যখন মডেলকে মৃত অবস্থায় দেখতে পান, তখন তাঁর মৃতদেহ ঘরের মেঝেতে শোয়ানো  ছিল। নায়াবের সৎ ভাইয়ের দাবি অনুযায়ী পুলিশ অভিযোগ দায়ের করেছে। প্রসঙ্গত, নায়াব বিয়ে করেননি। ফলে বাড়িতে তিনি একাই থাকতেন। ফলে কীভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে।