দেশজুড়ে বিক্ষোভের কোনও প্রভাবই পড়ল না। উল্টে পাকিস্তানে আবার বেড়ে গেল বিদ্যুতের দাম। ১৫ টাকা বেড়ে পাকিস্তানে এখন লিটার প্রতি পেট্রোলের দাম ৩০৫ টাকা ৩৬ পয়সা (পাকিস্তানের মুদ্রায়)। আর ১৮ টাকা বেড়ে পাকিস্তানে এক লিটার ডিজেলের দাম এখন ৩১১ টাকা ৮৪ পয়সা। পাকিস্তানে জ্বালানি তেলের ওপর সরাসরি ১৫টি কর চাপানো হয়, সঙ্গে থাকে সারচার্জ। ফলে আকাশছোঁয়া হয়ে পেট্রোল, ডিজেলের দাম। ভারতের প্রায় তিন গুণ হয়ে গেল পাকিস্তানের পেট্রোল-ডিজেলের দাম।
জ্বালানি তেলের দাম অত্যধিক বাড়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বিদ্যুতের বিল সাধারণ মানুষের হাতের বাইরে চলে গিয়েছে। এই নিয়ে দেশের বেশ কয়েকটি জায়গা বিক্ষোভ ছড়ালেও পাক সরকারের টনক নড়ছে না। পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ নাগালের বাইরে চলে যাচ্ছে।
দেখুন টুইট
Islamabad:— Pakistani govt increases petrol price by 15 rupees per litre, new prices to be 305.36 rupees per litre.
— Diesel price has been increased by 18.44 rupees per litre. New prices for diesel to be 311.84 rupees per litre.
— South Asia Index (@SouthAsiaIndex) September 1, 2023
পাকিস্তানে এখন মুদ্রাস্ফীতি তুঙ্গে। সে দেশের অধিকাংশ মানুষ দু'বেলা খাবার জোটাতে হিমশিম খাচ্ছেন । এর মধ্যে বারবার একবার পেট্রোল- ডিজেলের দাম বৃদ্ধির ফলে রীতিমতো হতাশ দেশটির আমজনতা। হঠাৎ করে এই পেট্রল, ডিজেলের দাম বৃদ্ধির ফলে পাকিস্তানে জ্বালানির দাম এখন নতুন রেকর্ডে পৌঁছেছে।