
দিল্লি, ১৭ জুন: আমেরিকায় এবার প্রবলভাবে আক্রমণ করা হল অসীম মুনিরকে (Pakistani Army Chief Asim Munir)। পাকিস্তানি (Pakistan) সেনা প্রধান অসীম মুনির মার্কিন মুলুকে যেতেই প্রবলভাবে অপমান এবং অপদস্ত করা হয় তাঁকে। এমনকী অসীম মুনিরকে 'গণহত্যাকারী' তকমাও দিতে শুরু করেন প্রবাসী পাকিস্তানিরা। অসীম মুনিরের পোস্টার লাগিয়ে, সেখানে গণহত্যাকারী তকমা দেওয়া হয়। পাশাপাশি পাকিস্তান আবার উন্নতি করবে। অসীম মুনিরের (Pakistani Army Chief Asim Munir Heckled) সময় শেষ। অসীম মুনিরকে নিজের পদ থেকে সরতেই হবে। তবেই পাকিস্তান আবার নতুন করে উন্নতি করবে বলেও দেওয়া হয় স্লোগান।
অসীম মুনিরকে যাতে কোনওভাবে ছাড়া না হয়, সে বিষয়েও স্লোগান দিতে শুরু করেন প্রবাসী পাকিস্তানিরা। সবকিছু মিলিয়ে অসীম মুনিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেন আমেরিকায় থাকা পাকিস্তানিরা।
প্রসঙ্গত, অপারেশন সিঁদূরের (Operation Sindoor) পর পাকিস্তানের সেনা প্রধান অসীম মুনিরের পদোন্নতি হয়। তবে ভারত যখন পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে দিয়ে, একের পর এক বিমান ঘাঁটিতে হামলা চালায়, সেখানেঅসীম মুনিরের পদোন্নতি কী কারণে হয় বলে প্রশ্ন ওঠে। যদিও তার সদুত্তর মেলেনি। আর এবার অসীম মুনির আমেরিকায় পা রাখতেই তাঁর বিরুদ্ধে গর্জে ওঠেন প্রবাসী পাকিস্তানিরা।
দেখুন কীভাবে পাকিস্তানি সেনা প্রধান অসীম মুনিরকে অপমান করা হয় আমেরিকার মাটিতে পা দিতেই...
Asim Munir has fallen into the hands of Pakistanis in America—exposed as the dictator, traitor, and butcher of his own people that he truly is!" From Pakistan #11YearsofInjustice Trump and Israel
— ⁱᴵⁿˢᵃᶠ فکر (@shaoooohoor) June 17, 2025
অসীম মুনিরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন আমেরিকায় বসবাসকারী পাকিস্তানিরা...
Failed Marshal Asim Munir getting abused and cursed by Pakistanis in America pic.twitter.com/LeOSq63lLh
— Amitabh Chaudhary (@MithilaWaala) June 17, 2025
গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার আগে অসীম মুনিরের একটি বক্তব্য ভাইরাল হয়। যেখানে অসীম মুনিরকে হিন্দুদের বিরুদ্ধে অপমানজনক শব্দ উচ্চারণ করতে দেখা যায়। এমনকী হিন্দুদের (Hindus) তুলনায় তাঁদের ঐতিহ্য, সংস্কৃতি সব আলাদা বলেও বিষ উগরে দেন পাক সেনা প্রধান। পাশাপাশি ভারত ভেঙে পাকিস্তান হয়নি। উলটে ভারত, পাকিস্তান নামে দুই দেশের পৃথক জন্ম হয়েছে বলেও মন্তব্য করেন পাক সেনা প্রধান। হিন্দুদের বিরুদ্ধে অসীম মুনির যখন বিষ উগরে দিতে শুরু করেন, তার পরপরই পহেলগামে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের হামলায় পরপর মৃত্যযুর কোলে ঢলে পড়েন নীরিহ পর্যটকরা।
পহেলগামে হামলার পর যেমন পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক বাতিল করা হয়, তেমনি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিতে দিল্লি শুরু করে অপারেশন সিঁদূর। যার আঘাতে পাকিস্তানের মাটিতে ১০০-র বেশি জঙ্গিকে নিকেশ করে ভারত।