হাফিজ় সইদ Photo Credits: PTI/File

ইসলামাবাদ, ২৫ ডিসেম্বর: আগে তো একটি মামলায় দোষী সাব্যস্ত হয়েই ছিল। ফের আরও একটি মামলায় ১৫ বছরের কারাবাসের সাজা পেল ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী তথা পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিস সইদ (Hafiz Saeed)। শুক্রবার অন্য একটি মামলায় তার ১৫ বছরের জেল হয়েছে। এমনিতেই বছর ঘুরেছে জেলের ভাত খেতে হচ্ছে হাফিজ সইদকে। ফের নতুন মামলা ১৫ বছরের অতিরিক্ত কারাবাসের সাজা তার কেছে ‘গোদের উপরে বিষফোঁড়া’র মতো অবস্থা। তবে হাফিজ সইদ একা নয় ১৫ বছর কারাবাসের সাজা পেয়েছে হাফিজ আবদুল সালাম, জাফর ইকবাল, মুহাম্মাদ আশরাফ, ইয়াইয়া মুজাহিদ। শুধু ১৫ বছরের কারবাস নয় প্রত্যেক অপরাধীকে পাকিস্তানি মুদ্রায় ২ লাখ টাকা জরিমানা গুনতে হবে। আরও পড়ুন-Adhir Chowdhury: ‘করোনাকালে চুপিসারে কৃষি আইন এনেছেন, আন্দোলনকারী কৃষকদের মুখোমুখি হওয়ার সাহস মোদি জি’র নেই’, অধীর চৌধুরি

এমনিতেই ২০০৮-এ মুম্বইয়ে জঙ্গি হামলার পর হাফিজ সইদকে নিষিদ্ধ ঘোষণা করেছে জাতিপুঞ্জের সাধারণ সভা। শুধু পাকিস্তানের আদালতেই হাফিজ সইদের বিরুদ্ধে ২৩টি সন্ত্রাসবাদের মামলা ঝুলছে। এর মধ্যে দুটি মামলায় দোষী প্রমাণিত হওয়ায় চলতি বছরের ১২ ফেব্রুয়ারি সাড়ে পাঁচ বছরের কারাবাসের সাজা ঘোষণা হয়েছে তার বিরুদ্ধে। এই মুহূর্তে গরাদের অন্দরে সেই সাজাই খাটছে হাফিজ সইদ।