Pakisthan (:Photo Credits:Twitter@Defence__Pak)

আর্থিক অবস্থার পাশাপাশি রাজনৈতিক অবস্থা নিয়ে এক বিরাট প্রশ্নের মুখোমুখি পাকিস্তান। এর মধ্যেই সংখ্যালঘুদের ওপর অত্যাচার সহ নানান বিষয় নিয়ে সরব হয়েছে পাকিস্তানের মানবধিকার কমিশন। সম্প্রতি মানবধিকার কমিশনের এক রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য। যেখানে রাজনৈতিক অচলাবস্থার জেরে এক প্রকার বিপর্যয় নেমেছে সাধারণ মানুষের জীবনে। এমনটাই দাবি করা হয়েছে মানবধিকার কমিশনের রিপোর্টে।

রিপোর্টে জানানো হয়েছে চলতি সরকার এবং তার আগের সরকার পার্লামেন্টের মর্যদাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। দেশের তিনটি ব্যবস্থার মধ্যে প্রতিনিয়ত বিরোধ দেশকে আরও ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বলে উঠে এসেছে রিপোর্টে।

রাজনৈতিক হিংসার ঘটনা থেকে শুরু করে সাংবাদিক এবং বিরোধীদের গ্রেফতার এবং দেশদ্রোহের আইন দিয়ে তাদের জেলে ভরে দেওয়ার ব্যবস্থার ঘটনা উঠে এসেছে রিপোর্টে।

ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রেও বিপদজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। অন্যান্য সম্প্রদায়ের পাশাপাশি আহমদিয়া সম্প্রদায়ের মানুষকে ধর্মীয় বিশ্বাসের কারনে তাদের ওপর উৎপীড়ন করা হচ্ছে বলে অভিযোগ । বেড়েছে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা। ৪,২২৬ টি ধর্ষণ ও গণধর্ষনের ঘটনা ঘটেছে পাকিস্তানে।

এর পাশাপাশি রুপান্তকামীদের ওপর অত্যাচারের পরিমানও বেড়েছে বেশ কয়েকবছরে। চাষী এবং দিনমজুররাও শান্তিতে নেই। খনিতে কাজ করা মানুষের মৃত্যুর সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য ভাবে । এই সব বিষয় নিয়ে পাকিস্তান সরকারকে নজর দেওয়ার কথা জানিয়েছে পাকিস্তান মানবাধিকার কমিশন।