পাকিস্তানের পেশোয়ারে বোমা বিস্ফোরন। বিস্ফোরণে আহত ৪ জন। যার মধ্যে রয়েছে ৩ শিশু। পুলিশ জানিয়েছে ওয়াশার রোডে বোমা ফেটে এই বিস্ফোরনের ঘটনা ঘটেছে। আহতদের রেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখানে ২ টি শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহত বাচ্চাদের বয়স ৭ থেকে ১০ বলে জানা যাচ্ছে।বিস্ফোরনের পর ঘটনাস্থলে পৌছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। রাস্তার পাশে একটি সিমেন্ট ব্লকের কাছে বিস্ফোরনটি রাখা ছিল বলে জানা গেছে।
ঘটনার পর এলাকা জুড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। নভেম্বরে বিসফোরনের ঘটনা ৫ জন মানুষ নিহত হন এবং প্রায় ২০ জন মানুষ আহত হন। খাইবার পাখতুখোয়ায় ডেরা ইসমাইলে পুলিশকে লক্ষ্য করে এই বিস্ফোরন ঘটনা হয় ।
পাকিস্তান ইনন্টিটিউট ফর কনফ্লিক্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে নভেম্বরে হিংলা জনিত ঘটনা আগের থেকে ৩৪ শতাংশ বেড়েছে।খাইবার পাখতুনকোয়াতে প্রায় ৫১ বার এই ধরনের ঘটনা ঘটেছে । এর পাশাপাশি বালুচিস্তানেও ৯ টি এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে যেখানে মৃত্যু হয়েছে ১৮ জনের।
Pakistan: Three children among 4 persons injured in Peshawar blast
Read @ANI Story | https://t.co/FY0DmRpsfp#Pakistan #Peshawar #explosion pic.twitter.com/n4rlpIFfzf
— ANI Digital (@ani_digital) December 5, 2023