দিল্লি, ১৩ অগাস্ট: অসীম মুনিরের (Asim Munir) পর শেহবাজ় শরিফ (Shehbaz Sharif)। ফের পাকিস্তান সুর চড়াল ভারতের বিরুদ্ধে। সিন্ধু নদীর জল নিয়ে এবারও ভারতের বিরুদ্ধে সুর চড়ানো হল ইসলামাবাদের তরফে। দেশের সিনিয়র লিডারদের সঙ্গে এবার পাক প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফও সিন্ধু নদীর জল নিয়ে সুর চড়ান। তিনি বলেন, 'আজ আমি আমার শত্রুদের বলতে চাই, তোমরা পাকিস্তানের কাছ থেকে এক ফোঁটা জলও ছিনিয়ে নিতে পারবে না।'
এরপরই শরিফের সংযোজন, 'তোমরা যদি এক ফোঁটা জলও কেড়ে নিতে চাও, তাহলে পাকিস্তান এমন শিক্ষা দেবে, যা তোমরা কখনও ভুলতে পারবে না।' আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে হাজির হন পাক প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফ। আর সেখানেই নাম না করে ভারতের বিরুদ্ধে সুর চড়ান তিনি। এমনকী ভারতকে 'শত্রু দেশ' হিসেবে বর্ণনা করেন নওয়াজ় শরিফের সহোদর।
পাক প্রধানমন্ত্রী আরও বলেন, সিন্ধু নদীর জল পাকিস্তানের জীবন। তাই সিন্ধুর জল নিয়ে কোনও ধরনের মধ্যস্থতা বা আপত্তি পাকিস্তানের তরফে শোনা হবে না। সিন্ধু নদীর জল নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই ধরনের গরমাগরম বক্তব্য দুই দেশের সম্পর্ককে আরও বিগড়ে দেবে বলেই মনে করা হচ্ছে আন্তর্জাতিক মহলের তরফে।
সম্প্রতি পাকিস্তানের বিদেশ মন্ত্রেকর অফিসের তরফে সিন্ধুর জল নিয়ে সুর নরম করা হয়। ভারত যে সিন্ধু চুক্তি স্থগিত করেছে, তা ভুলে দুই দেশের মাঝে জল নিয়ে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত থাকুক বলে আবেদন করা হয়। যা প্রকাশ্যে আসার পর এবার দেশের জনসাধারণের সামনে ফের ভারতকে নিয়ে কড়া কড়া মন্তব্য করলেন শেহবাজ় শরিফ।
সম্প্রতি পাক সেনা প্রধান অসীম মুনির আমেরিকায় গিয়ে ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দেন। অন্যদিকে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী বিলাওয়াল ভুট্টোও সিন্ধু নদীর উপর বাঁধ তৈরি হলে, তা বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলে ম্নত্বয করেন। মুনির এবং বিলাওয়ালের পর এবার শেহবাজ় শরিফের গরমাগরম কথা প্রকাশ্যে এল।