Osama Bin Laden, Asim Munir (Photo Credit: Wikipedia)

দিল্লি, ১২ অগাস্ট: আমেরিকায় (US) গিয়ে পরমাণু হামলার (Nuclear Threat) হুমকি দিয়েছেন অসীম মুনির (Asim Munir)। ভারতের (India) তরফে পাকিস্তানের উপর আর কোনও ধরনের পদক্ষেপ করা হলে, পরমাণু হামলা হবে। যে হামলায় পাকিস্তান অর্ধেক বিশ্বকে নিয়ে ডুববে বলে মন্তব্য করেন মুনির। পাকিস্তানি সেনা প্রধান অসীম মুনিরের ওই বক্তব্যের তীব্র বিরোধিতা করলেন পেন্টাগনের প্রাক্তন কর্তা।

পেন্টাগনের প্রাক্তন কর্তা বলেন, পাকিস্তান বর্তমানে 'দুর্বত্ত রাষ্ট্রের' মত আচরণ করছে। পাক সেনা প্রধান অসীম মুনিরের পরমাণু বক্তব্য কুখ্যাত সন্ত্রাসী ওসামা বিন লাদেনকে (Osama Bin Laden) মনে করিয়ে দেয় বলেও মন্তব্য করেন পেন্টাগনের ওই প্রাক্তন আধিকারিক। শুধু তাই নয়, একটি ইসলামিক রাষ্ট্রের কাছ থেকে গোটা পৃথিবী যা শুনতে পায়, অসীম মুনিরের বক্তব্যে তারই প্রতিফলন বলে আমেরিকার ওই প্রাক্তন আধিকারিক তীব্র নিন্দা করেন পাক সেনার প্রধানের।

আরও পড়ুন: Bilawal Bhutto's Threat To India: 'সিন্ধু ,চুক্তি পালটালে, যুদ্ধ', অসীম মুনিরের পর বিলাওয়াল ভুট্টো, ভারতের বিরুদ্ধে পাকিস্তানি 'জোকারদের' হুমকির বন্যা

এসবের পাশাপাশি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানি সেনা প্রধানের (Pakistani Army Chief) এই ধরনের হুমকি একেবারেই অনভিপ্রেত বলেও মন্তব্য করেন পেন্টাগনের প্রাক্তন আধিকারিক।

মার্কিন সফরে গিয়ে ফ্লোরিডায় টাম্পায় একটি অনুষ্ঠানে হাজির হন অসীম মুনির। যেখানে মার্কিন সেনা আধিকারিকরাও হাজির ছিলেন। মার্কিন সেনার হাজিরায় ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দেয় পাকিস্তান। আর সেখানেই পাকিস্তানের কিছু হলে, তারা অর্ধেক বিশ্বকে নিয়ে ডুববে বলে মন্তব্য করেন অসীম মুনির।

মুনিরের বক্তব্যের তীব্র নিন্দা ভারতের 

পাক সেনা প্রধান তথা সে  দেশের ফিল্ড মার্শাল অসীম মুনির যে মন্তব্য করেন, তার তীব্র বিরোধিতা করা হয় ভারতের তরফে। পাকিস্তানের সেনা বাহিনীর সঙ্গে কুখ্যাত জঙ্গি গোষ্ঠীগুলির যে আঁতাত বা সরাসরি যোগাযোগ রয়েছে, সে বিষয়ে গোটা বিশ্বের নজর ঘোরানো উচিত বলে মন্তব্য করা হয় দিল্লির তরফে।