Photo Credit: Wikipedia)

পাকিস্তানের ভয়াবহ বন্যার সময় যে ত্রাণসামগ্রী তুরস্ক থেকে পাঠানো হয়েছিল সেই ত্রামসামগ্রী রি-প্যাক করে তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় পাঠাল পাকিস্তান। এই ঘটনা জানাজানি হতেই পাকিস্তানের বর্তমান সরকারকে বিব্রত হতে হয়।

এক সাংবাদিকের জানানা, পাকিস্তানের কর্তৃপক্ষ তুরস্ক থেকে আসা ত্রাণের বাইরের বাক্সটি পরিবর্তন করেছিল কিন্তু ভিতরের বাক্সগুলি পরিবর্তন করতে ভুলে গিয়েছিল, ফলে এই বিতর্ক সামনে আসে। পাকিস্তানের কনস্যুলেট জেনারেল বিষয়টি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে উত্থাপন করলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এই ঘটনায় সরকারের প্রতি হতাশা প্রকাশ করে।

এমনিতেই সাম্প্রতিককালে বিভিন্ন ঘটনায় মুখ পুড়েছে পাকিস্তান সরকারের। এর আগে আঙ্কারার পরামর্শে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ভূমিকম্প-বিধ্বস্ত এলাকায় তার সফর বাতিল করতে হয়েছিল। উল্লেখ্য যে শরিফ এবং তার পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি উভয়েই এই অঞ্চলে বিধ্বংসী ভূমিকম্পের মাত্র দুই দিন পর তুরস্কে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এই সিদ্ধান্তটি পাকিস্তানি জনগণের দ্বারাও সমালোচিত হয়েছিল কারণ তারা মনে করেছিল পাকিস্তানের এই আর্থিক সংকটের সময় আন্তর্জাতিক ভ্রমণের জন্য করদাতাদের অর্থ ব্যবহার করার এটা সঠিক সময় নয়। এখন আবার এই ত্রাণ  বিতর্ক আবার পাকিস্তানকে কঠিন জায়গায় এনে ফেলেছে এবং তুরস্কের সঙ্গেও তার বৈদেশিক সম্পর্ককেও কলঙ্কিত করেছে।