ইসলামাবাদ, ১৩ এপ্রিল: ইফতারের (Iftar ) সময় এবার বিবাদে জড়ালেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এবং পাকিস্তান পিপলস পার্টির সদস্যরা। পিটিআই এবং পিপিপি-র সদস্যদের বিবাদের জেরে জোর শোরগোল শুরু হয়। এমনকী, ইফতারের টেবিল থেকে উঠিয়ে এক বৃদ্ধকে সেখান থেকে টানতে টানতে বের করে দেওয়া হয়। পিটিআই এবং পিপিপি সদস্যদের বিবাদের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই, তা হু হু করে ভাইরাল হয়ে যায়। দেখুন...
A fight broke out between PTI’s Noor Alam Khan, PPP’s Mustafa Nawaz Khokhar, Nadeem Afzal Chan and Faisal Kundi.
Noor Alam who was severely critical of Imran Khan was verbally abused and punched by a PTI supporter at an iftar after which his colleagues retaliated. pic.twitter.com/wwsRduL5Rk
— Talha Saleem (@Talha_637) April 12, 2022
পাকিস্তানে (Pakistan) সবে সবে গদিচ্যুত হয়েছেন ইমরান খান। ইমরান খান প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী হন শেহবাজ শরিফ। পাকিস্তান মুসলিম লিগের সদস্য শেহবাজ শরিফ মসনদে বসার আগে গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। ইমরান খানের (Imran Khan) পার্টির সদস্যরা পাকিস্তানের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু করেন।
ইমরান খানকে গদিচ্যুত করে কেন নতুন প্রধানমন্ত্রী আনা হচ্ছে পাকিস্তানের জন্য, তা নিয়ে বিক্ষোভ শুরু হয় সে দেশের বিভিন্ন প্রান্তে। এবার সেই রেশ ধরা পড়ল ইফতার পার্টিতেও। যেখানে পিটিআই এবং পিপিপি দলের সদস্যদের বিবাদে জড়াতে দেখা যায়।