ইমরান খানের গ্রেফতারির পর থেকে অগ্নিগর্ভ পাকিস্তান। বিক্ষোভ প্রদর্শনে রাস্তায় নেমেছে ইমরানের সমর্থকরা। জ্বালিয়ে দেওয়া হয়েছে গাড়ি, লুঠ করা হয়েছে বিভিন্ন জিনিস। এবার এর পাল্টা হিসেবে আরও কড়া ব্যবস্থা নিল পাকিস্তানের প্রশাসন। ইমারন খানের সদস্যদের গ্রেফতারের পাশাপাশি এবার দলের শীর্ষ নেতাদেরও গ্রেফতার করা শুরু করেছে পাকিস্তানের প্রশাসন।
শুক্রবার কাকভোরে গ্রেফতার করা হয়েছে দলের ভাইস প্রেসিডেন্ট ডক্টর শিরিন মাজারিকে(Dr. Sirin Mazari)। শুক্রবার ভোরে ইসলামাবাদ পুলিশ তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে।শুধু শিরিণই নয় এর পাশাপাশি গ্রেফতার করা হয়েছে পাকিস্তান তেহেরিক ইনসাফের অন্যান্য নেতাদেরও। গ্রেফতার হয়েছেন আসাদ উমর, ফাওয়াদ চৌধুরী, শাহ মেহমুদ কুরেশি, আলি মহম্মদ খান, এবং সেনেটর ইজাজ চৌধুরীও।
যদিও আল কাদির ট্রাস্ট (Al Kadir Trust) মামলায় ইমরান খানের গ্রেফতারিকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে পাক সুপ্রিম কোর্ট এবং তাকে দ্রুত ছেড়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে আদালতের তরফে।
Pakistan: PTI leader Shireen Mazari arrested in Islamabad
Read @ANI Story | https://t.co/dXkB7OnBt2#Pakistan #ShireenMazari #arrested #Islamabad pic.twitter.com/hfFlgMaDWj
— ANI Digital (@ani_digital) May 12, 2023