Imran Khan (Photo Credits: PTI)

ইসলামাবাদ, ৯ এপ্রিল: পাকিস্তানে জারি রয়েছে রাজনৈতিক নাটক। আজ রাত সাড়ে আটটা নাগাদ পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে (Pakistan National Assembly)  ইমরান খান (Imran Khan) সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের (No-Confidence Motion) উপর ভোটাভুটি হতে পারে। যদিও আজ রাত ৯টায় ইমরান নিজের বাড়িতে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। সূত্রের খবর, ওই বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।  ফলে জল ঠিক কোন দিকে গড়াচ্ছে, তা বোঝা যাচ্ছে না।

এদিকে, খানিকটা অবাক করেই পাকিস্তান সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল করেছে ইমরান সরকার। পাকিস্তান সুপ্রিম কোর্ট (Pakistan Supreme Court) ডেপুটি স্পিকার কাসিম সুরির রুলিং বাতিল করে দেয়। ডেপুটি স্পিকার বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন। আদালত পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়া এবং পরবর্তী সমস্ত সিদ্ধান্ত স্থগিত করার নির্দেশ দেয়। ৯ এপ্রিল সকাল সাড়ে ১০টার আগেই অনাস্থা ভোট করানোর নির্দেশ দেয়। সেই রায়ের বিরুদ্ধেই আজ পুনর্বিবেচনার আর্জি জমা পড়েছে। আরও পড়ুন: Fawad Hussain Changes Twitter Bio: টুইটারে নামের পাশে প্রাক্তন লিখে ফেললেন পাকিস্তানের মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেন

ইতিমধ্যেই কয়েকটি জোটসঙ্গী দল সমর্থন তুলে নেওয়াতে সংখ্যালঘু হয়ে পড়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (Pakistan Tehreek-e-Insaf)-র নেতৃত্বাধীন জোট সরকার। সরকারের সমর্থনে থাকা সাংসদ সদস্য সংখ্যা ১৪২-তে নেমে এসেছে। অন্যদিকে, বিরোধীদের শক্তি ২০০ ছাড়িয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সফল করতে যৌথ বিরোধী দলের ১৭২ জন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন।