লাহোর: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shehbaz Sharif) পলাতক ছেলে সুলেমান শাহবাজ (Suleman Shehbaz) লন্ডনে চার বছর আত্মনির্বাসনের পর রোববার ভোরে দেশে ফিরেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম পিএমএল-এন। ইসলামাবাদ হাইকোর্ট ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (Federal Investigation Agency) (এফআইএ) এবং এনএবি-র বিরুদ্ধে তাঁকে গ্রেফতারে নিষেধাজ্ঞা জারি করার কয়েকদিনের মধ্যেই তিনি দেশে ফিরেছেন। ইংরেজি সংবাদপত্র ডনের খবর অনুযায়ী, ২০১৮ সাল থেকে সুলেমান সপরিবারে লন্ডনে ছিলেন। জাতীয় জবাবদিহিতা ব্যুরো (National Accountability Bureau) (এফআইএ) সাধারণ নির্বাচনের আগে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে এবং কয়েকটি শুনানিতে উপস্থিত হওয়ার পর তিনি পাকিস্তান ছেড়ে চলে যান। UK Banned Pak Religious Leader: জোর করে ধর্মান্তকরণ ও নাবালিকা হিন্দু মেয়েদের বিয়ে জড়িত পাক ধর্মগুরুর ওপর নিষেধাজ্ঞা জারি করল ব্রিটেন
আজ দলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, সুলেমান দেশে ফিরেছেন এবং আলিঙ্গন দেওয়ার আগে তাঁর বাবার সঙ্গে দেখা করছেন। ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেহবাজ সুলেমানকে মালা পরাচ্ছেন। ২০২০ সালের জুন মাসে এনএবি ১৬টি সংস্থায় সুলেমানের ২ বিলিয়ন টাকার শেয়ার বাজেয়াপ্ত করে। এনএবি-র দাবি, সুলেমান, তাঁর ভাই হামজা শেহবাজ এবং তাঁদের বাবা শেহবাজ শরিফের অবৈধভাবে ৩.৩ বিলিয়ন টাকার সম্পত্তি রয়েছে। ২০২১ সালের ডিসেম্বরে আদালতে পেশ করা এফআইএ-র রিপোর্ট অনুযায়ী, এফআইএ ১৭,০০০ ক্রেডিট লেনদেনের একটি মানি ট্রেইল পরীক্ষা করে তদন্তকারী দল সেখান থেকে শেহবাজ পরিবারের ২৮টি বেনামি অ্যাকাউন্টের হদিশ পেয়েছে, যার মাধ্যমে ২০০৮-১৮ সাল পর্যন্ত ১৬.৩ বিলিয়ন টাকা পাচার করা হয়েছে। গত ২৮ মে সুলেমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল কিন্তু তিনি উপস্থিত না থাকায় এবং বিদেশে চলে যাওয়ায় তাদের দণ্ড কার্যকর করা যায়নি।