Pakistan PM Shehbaz Sharif (Photo Credit: X)

নয়াদিল্লি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (Pakistan PM Shehbaz Sharif) ভারতের (India) সঙ্গে আলোচনায় বসতে চাই। শাহবাজ শরীফ বলেছেন, কাশ্মীর, জলবণ্টন এবং বাণিজ্য সহ দীর্ঘদিনের সমস্যাগুলির সমাধানের করার জন্য ভারতের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তেহরান সফরের সময় এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

এএনআই এবং ডনের প্রতিবেদন অনুসারে, সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সন্ত্রাসবাদ, কাশ্মীর, জল বিরোধ এবং বাণিজ্য সহ দুই দেশের মধ্যে সকল সমস্যা সমাধানের জন্য ভারতের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন। আরও পড়ুন: Emmanuel Macron: বিমান থেকে নামার সময় স্ত্রীর হাতে চড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, দেখুন ভিডিয়ো 

ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ শাহবাজ শরীফের