
দিল্লি, ২০ মে: অপারেশন সিঁদূরে (Operation Sindoor) প্রবল ধাক্কা খেয়েছে পাকিস্তান (Pakistan)। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (POK) থাকা একের পর এক জঙ্গি ঘাঁটি ভারত (India) যেমন গুঁড়িয়ে দিয়েছে, তেমনি পাক সেনার (Pak Army) বাঙ্কারও ভেঙেছে সীমান্তে পরপর। পাকিস্তানে ঢুকে নষ্ট করে দিয়েছে সে দেশের এয়ার ডিফেন্স সিস্টেম। পাকিস্তান যাতে ঘুরে দাঁড়িয়ে ভারতে আঘাত করতে না পারে, তার জন্য সব ধরনের প্রচেষ্টায় সফল ভারতীয় সেনা। অপারেশন সিঁদূর থেকে পাক ড্রোন বিনষ্ট, অসীম মুনিরের কোনও স্ট্র্যাটেজি কাজ করেনি ভারতের উপর। ফলে অপারেশন সিঁদূরের পর ভারত যাতে অস্ত্র বিরতিতে রাজি হয়, তেমন দাবি জানানো হয় পাকিস্তানের তরফে।
ভারত, পাকিস্তান যখন অস্ত্র বিরতি চুক্তিতে চলছে, সেই সময় বড় খবর এল। রিপোর্টে প্রকাশ, পাক সেনা প্রধান অসীম মুনিরের (Pakistan Army Chief General Asim Munir) পদোন্নতি হয়েছে। সেনা প্রধান থেকে তাঁকে পাকিস্তানের ফিল্ড মার্শাল (Field Marshal) পদে উন্নীত করেছে শেহবাজ় শরিফ সরকার। প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফের অফিস থেকে এই খবর জানানো হয়েছে বলে সংবাদ সংস্থা রয়টার্সের খবরে প্রকাশিত।
পাকিস্তানের পিটিভির খবর অনুযায়ী, ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বন্দ্ব যখন চরমে অপারেশন সিঁদূর নিয়ে, সেই সময় অসীম মুনির উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন। মুনিরের সেই ভূমিকার জেরেই তাঁকে সেনা প্রধান থেকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়। অসীম মুনির যে ভূমিকা নেন, তার ভূয়ষী প্রশংসা করা হয় শেহবাজ় সরকারের তরফে।
আর এরপরই অসীম মুনিরকে পাকিস্তানের সেনা প্রধানের পদ থেকে সরাসরি ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয় বলে খবর।
পাকিস্তানে ফিল্ড মার্শাল পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৫৯ সালে আয়ূব খানকে এই সম্মান দেওয়া হয়েছিল। ১৯৫৯ এ আয়ূব খানের পর এবার অসীম মুনির পেলেন ফিল্ড মার্শাল পদ।