Pakistan Army chief Asim Munir (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১১ অগাস্ট: আমেরিকায় (US) গিয়ে ভারতের (India) বিরুদ্ধে সুর চড়াতে শোনা গেল অসীম মুনিরকে (Asim Munir)। পাকিস্তানি সেনা প্রধান (Pakistan Army Chief) বলেন, পাকিস্তানে যদি কোনও আঘাত আসে, তাহলে ইসলামাবাদ নিজের সঙ্গে অর্ধেক বিশ্বকে নিয়ে ডুববে। অর্থাৎ দিল্লির তরফে কোনও হুমকি এলে, পাকিস্তান ছাড়বে না বলে মন্তব্য করেন মুনির।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মধ্যাহ্নভোজের আয়োজন করেন, সেখানে হাজির হন অসীম মুনির। আর সেখানে হাজির হয়েই পাক সেনা প্রধান বলেন, 'আমরা পরমাণু শক্তিধর দেশ। তাই পাকিস্তানের উপর আঘাত করলে, আমরা অর্ধেক বিশ্বকে নিয়েই ডুবব।' মুনিরের বক্তব্য নিয়ে ইতিমধ্যেই জোরদার তরজা শুরু হয়েছে।

প্রসঙ্গত ভারতের সঙ্গে আমেরিকার যখন শুল্ক যুদ্ধ শুরু হয়েছে, সেই সময় পাকিস্তানি সেনা প্রধানকে আমন্ত্রণ জানানো হয় ওয়াশিংটনের তরফে। ভারতের সঙ্গে শুল্ক যুদ্ধের মাঝে পাক সেনা প্রধানকে ট্রাম্পের আমন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয়। তার মাঝেই মুনিরের এই বক্তব্য নিয়েও জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন: Asim Munir Trolled: মুখ পোড়াল পাকিস্তান, আমেরিকায় গিয়ে নিজের দেশকে 'বেইজ্জত' করলেন অসীম মুনির, সমালোচনার ঝড়

পাকিস্তানকে নোংরা ফেলার ট্রাকের সঙ্গে তুলনা মুনিরের 

আমেরিকা সফরে গিয়ে পাকিস্তানকে নোংরা ফেলার ট্রাকের সঙ্গে তুলনা করেন অসীম মুনির। তিনি বলেন, ভারতকে সবাই ঝাঁ চকচকে মার্সিডিজ় বলে চেনে। আর পাকিস্তানের পরিচিত আবর্জনাপূর্ণ ট্রাকের মত। কিন্তু ওই ট্রাক যদি মার্সিডিজ়কে ধাক্কা দেয়, তাহলে কী হতে পারে, তার আন্দাজ প্রত্যেকে করতে পারেন বলে মন্তব্য করেন পাকিস্তানের ফিল্ড এয়ার মার্শাল। মুনিরের ওই বক্তব্যের পরপরই তাঁকে নিয়ে জোরদার সমালোচনা শুরু হয়ে যায়।