ইসলামাবাদ, ২২ জুলাই: পাকিস্তানের (Pakistan) পাঞ্জাব প্রদেশে মার্কিন ব্লগারের গণধর্ষণের ঘটনায় পারদ চড়তে শুরু করেছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের হোটেলে যেভাবে বছর ২১-এর মার্কিন ব্লগারের গণধর্ষণ হয়, তার বিরুদ্ধে ফুঁসে উঠতে শুরু করেছেন নেটিজেনরা। আমেরিকার (US Vlogger) ব্লগারের গণধর্ষণের ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে যাতে উপযুক্ত পদক্ষেপ করা হয়, সে বিষয়ে দাবি উঠতে শুরু করেছে।
এক্সপ্রেস ট্রিবিউনের খবর অনুয়ায়ী, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মার্কিন ব্লগারের গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মুজাম্মেল শাহজাদকে গ্রেফতার করা হয়। আদালতে তোলা হলে, তার ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।মূল অভিযুক্তকে গ্রেফতারের পরও নেটিজেনরা ফুঁসতে শুরু করেছেন।
আরও পড়ুন: Monkeypox: ভারতে ধরা পড়ল মাঙ্কিপক্সের তৃতীয় সংক্রমণ, আতঙ্ক কেরল জুড়ে
পাকিস্তানের সাধারণ নাগরিক যেখানে নিরাপদ নন, সেখানে প্রশাসনে বিদেশিদের কীভাবে নিরাপত্তা দেবেন বলে প্রশ্ন তোলেন অনেকে। পাক অভিনেত্রী নাদিয়া জামিলও ঘটনার পর প্রশাসনের বিরুদ্ধে বিষোদগার করেন।