ইসলামাবাদ, ২৩ ফেব্রুয়ারি: পাকিস্তানের (Pakistan) আকাশের উপর দিয়ে চক্কর কাটছে ইউএফও (UFO)। প্রায় ১৩ মিনিট ধরে পাকিস্তানের আকাশের উপর দিয়ে চক্কর কাটতে দেখা যায় সন্দেহভাজন ইউএফওকে। বছর ৩৩-এর এক ব্যবসায়ী প্রথমে ইসলামাবাদের আকাশে সন্দেহজনক বস্তুকে ঘুরতে দেখে ক্যামেরাবন্দি করেন। ইসলামাবাদের (Islamabad) আকাশে চক্কর খাওয়া সন্দেহজনক বস্তুটিকে প্রথমে ড্রোন বলে মনে করেন তিনি। পরে ভিডিয়ো করতে গিয়ে তিনি উদ্ধার করেন, আসতে ওই বস্তুটি একটি ত্রিভুজাকৃতির ইউএফও।
দেখুন ভিডিয়ো...
পাকিস্তানের আকাশে ত্রিভুজাকৃতির ইউএফও-র ভিডিয়ো প্রকাশ্যে আসতেই, তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের মধ্যে শুরু হয় জোরদার আলোচনা।
Mysterious 'bulging triangle UFO' filmed over city for two hours https://t.co/NyelLuzPgC pic.twitter.com/0aI0AYy4Ml
— New York Post (@nypost) February 22, 2022
কেউ বলতে শুরু করেন, ইসলামাবাদের আকাশে ওটা কী? কেউ বলতে শুরু করেন, তাঁরা বুঝতেই পারছেন ত্রিভুজাকৃতির বস্তুটি আদতে কী? কেউ বলতে শুরু করেন, ওটি ইউএফও নয়, ত্রিভুজাকৃতির কোনও ব্যালুন। সবকিছু মিলিয়ে ইসলামাদের আকাশে সন্দেহজনক বস্তু দেখে তা নিয়ে জোরদার আলোচনা শুরু হয়ে যায়।