দিল্লি, ২২ অক্টোবর: জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) এবার নতুন ফন্দি আঁটল। ভারতের (India) উপর কীভাবে হামলা চালানো যায় নতুন করে, তার ফন্দি ফিকির আঁটতে শুরু করেছে পাকিস্তানি (Pakistan) মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। আর সেই কারণেই জইশ-ই-মহম্মদের তরফে মহিলাদের প্রশিক্ষণ (Jihadi Course) দেওয়ার কাজ অনলাইনে শুরু হয়েছে 'জিহাদি কোর্সের' জন্য।
জইশের মহিলা ইউনিটের তরফে এবার জামাত-উল-মুমিনাত নামে একটি সংগঠন তৈরি করা হয়েছে। সেখানে ৫০০ পিকেআর (পাকিস্তানি মূল্য) এর বিনিময়ে মহিলাদের জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একটি সর্ব ভারতীয় সংবাদমাধ্যমের তরফে প্রকাশ করা হয়েছে এই খবর।
জইশের মহিলা জঙ্গি শাখায় কেউ যোগ দিতে চাইলে তাকে ৫০০ পিকেআর খরচ করতে হবে। তার পরিবর্তে কুখ্যাত জঙ্গি সংগছনের সদস্যরা সেই মহিলাকে সন্ত্রাসবাদী হওয়ার প্রশিক্ষণ দিচ্ছে বলে রিপোর্টে প্রকাশ।
তুফাত-আল-মুমিনত নামে ওই মহিলা শাখা সংগঠনের প্রশিক্ষণ জইশ শুরু করেছে বলে খবর।
জানা যাচ্ছে, মাসুদ আজাহারের দুই বোন সাদিয়া আজাহার এবং সামাইরা আজাহার মহিলা জঙ্গি প্রশিক্ষণ শিবির চালাচ্ছে। প্রতিদিন ৪০ মিনিট করে মহিলাদের প্রশিক্ষণ দিচ্ছে সাদিয়া এবং সামাইরা আজাহার। সেই সঙ্গে জামাত-উল-মুমিনত-এ যোগ দিলে মহিলারা কীভাবে ইসলামের দিকে এগিয়ে যাবে, সে বিষয়ে উঠতি জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।
মাসুদ আজাহারের ছোট বোন হল সাদিয়া আজাহার। আর এই সাদিয়া আজাহারই জামাত-উল-মুমিনত চালাচ্ছে বলে জানা যাচ্ছে।
সাদিয়া আজাহারের স্বামী ইউসুফ আজাহার নিহত হয় ভারতের অপারেশন সিঁদূরের আঘাতে। গত মে মাসে ভারত যেভাবে পাকিস্তানের ভাওয়ালপুর জঙ্গি শিবিরে হামলা চালায়, তার জেরেই মৃত্যু হয় ইউসুফের। স্বামীর মৃত্যুর পর সাদিয়া আজাহারই বর্তমানে জামাত-উল-মুমিনত শুরু করেছে কুখ্যাত জঙ্গি দাদার নির্দেশে।
পহেলগামের হামলাকারী ওমর ফারুকের স্ত্রী আফরির ফারুকও জইশের জামাত-উল-মুমিনতে যোগ দিয়েছে বলে রিপোর্টে প্রকাশ।
গত এপ্রিল মাসে পহেলগামে হামলা চালায় পাক জঙ্গিরা। যেখানে পরপর ২৬ জনের মৃত্যু হয়। পহেলগাম হামলার পর ভারত পালটা অপারেশন সিঁদূর শুরু করে এবং পাক জঙ্গি শিবির তছনছ করে দেয় বহু জায়গায়।