ইসলামাবাদ, ২৫ আগস্ট: পাকিস্তানে (Pakistan) নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)৷ এই গোষ্ঠীর মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকা আজ তালিবানের (Taliban) হাতে তুলে দিল ইসলামাবাদ৷ তেহরিক-ই-তালিবান পাকিস্তান মূলত যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান থেকেই জঙ্গি কার্যকলাপ চালাত৷ এস্কপ্রেস ট্রিবিউনের তথ্য অনুযায়ী তালিবানরা কাবুল দখল করার পর তেহরিক-ই-তালিবান পাকিস্তানের মোস্ট ওয়ান্টেড জঙ্গির তালিকা তালিবান প্রধান হৈবাতুল্লাহ আখুন্দজাদাকে স্থানান্তর করল পাকিস্তান৷ উল্লেখ্য, পাকিস্তান বহুদিন ধরে অভিয়োগ করে আসছে যে সীমান্ত পেরিয়ে সেদেশে জঙ্গি কার্যকলাপ চালায় তাহরিক-ই-তালিবান পাকিস্তান৷ এবার বিষয়টি নিয়ে তদন্ত করতে কমিশন গঠন করলেন হৈবাতুল্লাহ আখুন্দজাদা৷ এই টিটিপি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ চায় পাকিস্তান৷ ইতিমধ্যেই তালিবান এ বিষয়ে আগ্রহ দেখিয়েছে৷
এই প্রসঙ্গে পাকিস্তানের এক শীর্ষকর্তা এক্সপ্রেস ট্রিবিউনকে বলেছেন, “তালিবানদের সঙ্গে এই বিষয়ে আমরা আলোচনা করেছি৷ ওয়ান্টেড টিটিপি জঙ্গিদের একটি তালিকাও তাদের হাতে তুলে দিয়েছি৷ এই জঙ্গিরা আফগানিস্তানে থেকে পাকিস্তানে নাশকতা চালাত৷ পাকিস্তান আশা করে তালিকা দেখে ওই টিটিপি জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ করবে তালিবান৷” যদিও পাক শীর্ষকর্তা সেই তালিকা প্রকাশ্যে আনেননি৷ তবে মনে করা হচ্ছে তেহরিক-ই-তালিবান-পাকিস্তানের প্রধান ও গোষ্ঠীর অন্যান্য নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হোক, এটাই চাইছে পাকিস্তান৷ আরও পড়ুন-Coronavirus Cases In India: ডেল্টা প্লাসের অশনি সংকেত, দেশে ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ ও মৃত্যু
ভয়েস অফ আমেরিকা সূত্রের খবর, পাকিস্তান বিরোধী জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে পৃথক কমিশন গঠন করেছে তালিবান৷ কেননা ২০২০-তে দোহায় তালিবান ও মার্কি সেনার মধ্যে একটি চুক্তি হয়৷ তাতে বলা হয়, তালিবান কোনও বিশ্বের নিরাপত্তার অন্তরায় হয় এমন কোনও জঙ্গি সংগঠনকে অপারেশন চালানোর জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেবে না৷ এই প্রসহ্গে তালিবানের মুখপাত্র সোহাইল শাহীন বলেন, পাকিস্তান-সহ প্রতিবেশি দেশগুলিতে কোনওরকম নাশকতা চালানোর জন্য আফগানিস্তানকে ব্যবহারের অনুমতি তারা দেয়নি৷ তেহরিক-ই-তালিবান-সহ সমস্ত জঙ্গি সংগঠনের উদ্দেশ্যেই এই বার্তা৷ তালিবান কাবুল দখলের পরেই মনে করা হচ্ছিল ফের টিটিপি-র মতো জঙ্গি গোষ্ঠীর রমরমা বাড়বে৷ সম্প্রতি টিটিপি-র তরফে তালিবান প্রধান আখুন্দজাদাকে এই জয়ের জন্য অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রকাশ করা হয়েছে৷ বড় খবর হল, ইতিমধ্যেই আফগানিস্তানের জেল থেকে টিটিপি-র প্রাক্তন উপ-প্রধান মৌলভি ফকির মহম্মদ-সহ বহু জঙ্গিনেতাকে মুক্তি দিয়েছে তালিবান৷