দিল্লি, ১১ অক্টোবর: ফের হামলা পাকিস্তানে (Pakistan)। এবার বালোচিস্তানে (Balochistan) হামলা চালাল বন্দুকধারী দুষ্কৃতীরা। বালোচিস্তানের দক্ষিণ-পশ্চিম অংশে হামলা চালায় বন্দুকধারীরা। যার জেরে বালোচিস্তানে পরপর ২০ জনের মৃত্যু হয়। সেই সঙ্গে আহত হন আরও ৭ জন। বালোচিস্তানের ডুকি জেলার একটি খনিতে হামলা চালায় বন্দুকধারীরা। যার জেরে খনিতে কর্মরত ২০ জনের মৃত্যু হয়। কে বা কারা বালোচিস্তানের ডুকি জেলার ওই খনিতে হামলা চালায়, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
বালোচিস্তানে ফের হামলা বন্দুকধারীদের...
A major attack has taken place in Baluchistan,
Pakistan 20 miners working in coal mines of were shot dead.#PakistanUnderStateFascism #Balochistan #Pakistan pic.twitter.com/RrVyzBwXGd
— Dinesh Vana (@DineshVana2) October 11, 2024
ডুকি জেলার কয়লার খনিতে কর্মরত যাঁদের মৃত্য়ু হয়, তাঁদের মধ্যে বেশিরভাগ পাশতুন ভাষায় কথা বলা মানুষ। মৃতদের মধ্যে আফগানরাও রয়েছেন বলে খবর। রিপোর্টে প্রকাশ, ডুকিতে যাঁদের মৃত্যু হয়, তাঁদের মধ্যে ৩ জন আফগান। অন্যদিকে ৩ আফগান আহত হন বলেও জানা যায়।
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO) বৈঠকের আগেরদিন ডুকিতে হামলা চলে বলে খবর। যে বৈঠকে চিনের আধিকারিক লি কিয়াংয়েরও হাজির হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের নেতৃত্বেই সাংহাই কোঅপারেশন অর্গানাইশনের ওই বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকের আগেই হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
এদিকে আগামী ১৫ অক্টোবর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকেই জয়শঙ্করের হাজিরার কথা। গত ৯ বছরে এই প্রথম কোনও ভারতীয় বিদেশমন্ত্রী পাকিস্তানে হাজির হচ্ছেন। ২০১৫ সালে তৎকালীন বিদশমন্ত্রী সুষমা স্বরাজ একবার পাকিস্তানে যান। ২০১৫ সালের ডিসেম্বরে শেষ কোনও ভারতীয় বিদেশমন্ত্রী পাকিস্তানে যান। তারপর ৯ বছর পর সেখানে যাচ্ছেন এস জয়শঙ্কর।