Pakistan Flood (Photo Credit: X)

দিল্লি, ২৭ অগাস্ট: প্রায় ডুবে যাচ্ছে কারতারপুর সাহিব গুরুদ্বার। এক নাগাড়ে বৃষ্টির জেরে প্রায় ডুবে যাওয়ার মত পর্যায়ে পৌঁছে গিয়েছে পাকিস্তানে অবস্থিত ওই গুরুদ্বার। পাকিস্তানের নারওয়ালে অবস্থিত এই কারতারপুর সাহিব গুরুদ্বার। যেখানে এক নাগাড়ে বৃষ্টির জেরে এই ধর্মীয়স্থান প্রায় ডুবতে বসেছে।

বুধবার পাকিস্তানের পাঞ্চাব প্রদেশের নারওয়াল থেকে যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যায়, গুরুদ্বার প্রায় ডুবতে বসেছে। এক নাগাড়ে যেভাবে বৃষ্টি হচ্ছে, তার জেরেই বন্যার জলে প্রায় ডুবন্ত অবস্থায় রয়েছে কারতারপুর সাহিব গুরুদ্বার।

আরও পড়ুন: Punjab Flood Video: ভারতীয় সেনার হেলিকপ্টার ২২ জন সিআরপিএফ জওয়ানকে চপারে তোলার কয়েক মুহূর্তের মধ্যেই তলিয়ে গেল সব, দেখুন শিউরে ওঠা বন্যার ভিডিয়ো

দেখুন বন্য়ার জলে কীভাবে ডুবতে বসেছে কারতারপুর সাহিব গুরুদ্বার...

পাকিস্তানে বন্যা শুরু হয়েছে। ভারতে এক নাগাড়ে বৃষ্টিতে যখন অবস্থা খারাপ হতে শুরু করে, সেই সময় ছাড়া হয় বাধের জল। ভারতের ছাড়া বাধের জলে আপাতত প্লাবিত পাকিস্তানের বহু অংশ।

প্রসঙ্গত আগেই দিল্লির তরফে ইসলামাবাদকে সতর্ক করা হয়। পাকিস্তানে বন্যার সতর্কতা প্রকাশ করে দিল্লির তরফে বার্তা আগেই দেওয়া হয়। দিল্লি সতর্ক করার পরই পাকিস্তান সম্ভাব্য বন্যার আশঙ্কাযুক্ত এলাকা থেকে প্রায় ২ লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায়।

পাকিস্তানের বিপর্যয় মোকাবিলাকারী দফতরের তরফে জানানো হয়, ভারতের তরফে আগে থেকেই সতর্কতা জারি করা হয়। সুতলেজ নদীর জল বাড়তে শুরু করায় যে কোনও মুহূর্তে পাকিস্তানের বেশ কিছু অংশে বন্যা দেখা দিতে পারে। যে সতর্কতা পাওয়ার পর থেকেই উদ্ধার কাজ শুরু হয়। যার জেরে প্রায় ২ লক্ষ মানুষতে সরায় পাকিস্তান।