পাঠানকোট, ২৭ অগাস্ট: বন্যায় (Flood) ভেসে যাচ্ছে প্রায় গোটা দেশ। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীরের পাশাপাশি পাঞ্জাবের (Punjab) পরিস্থিতিও ক্রমশ খারাপ হতে শুরু করেছে বন্যার জেরে। এবার পাঞ্জাবের পাঠানকোট (Pathankot) থেকে উদ্ধার করা হল ২২ জন সিআরপিএফ জওয়ানকে (CRPF)। ভারতীয় সেনার (Indian Army) চপার উড়ে গিয়ে পাঠানকোট থেকে ২২ জন সিআরপিএফ জওয়ানকে উদ্ধার করে। ২২ জন সিআরপিএফ জওয়ানের পাশাপাশি ৩ জন নাগরিককেও উদ্ধার করা হয়।
বুধবার ভোরে ভারতীয় সেনার হেলিকপ্টার উড়ে গিয়ে ওই ২২ জন সিআরপিএফ জওয়ানকে উদ্ধার করে। বন্যার জল যখন বাড়তে শুরু করে, সেই সময় পাঠানকোট থেকে ওই সিআরপিএফ জওয়ান-সহ নাগরিকদের উদ্ধার করতে যায় সেনা হেলিকপ্টার। হেলিকপ্টার যখনইউদ্ধার করে, তার পর মুহূর্তেই ওই গোটা ভবনটি হুড়মুড়িয়ে ভেঙে পড়তে দেখা যায়।
পাঞ্জাবে যে হারে বৃষ্টি হচ্ছে, তার জেরে বহু এলাকা বন্যায় প্লাবিত। পাঞ্জাবের যে এলাকাগুলি প্লাবিত, তার মধ্যে পাঠানকোট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ। সেখানকার একের পর এক বাড়িঘর তুমুল বৃষ্টি, বন্যার দাপটে ভেঙে পড়তে শুরু করেছে। যে ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসার পর, মানুষ শিউরে উঠছেন।
দেখুন পাঠানকোটে কীভাবে বন্যার জল বাড়ছে। তারমধ্যেই ভয়াবহভাবে উদ্ধার কাজ ভারতীয় সেনার...
#WATCH | In a swift and daring operation, the Indian Army Aviation evacuated 22 CRPF personnel along with three civilians who had been stranded near Madhopur Headworks (Punjab) since yesterday. At 6 AM today, Army Aviation helicopters were launched to carry out the rescue despite… pic.twitter.com/XcoLxiHjzf
— ANI (@ANI) August 27, 2025
ভারতীয় সেনার হেলিকপ্টার উদ্ধার কাজ শেষ করার পরপরই গোটা বাড়িটি বন্যার জলে তলিয়ে যায় মুহূর্তের মধ্যে...
#WATCH | In a turn of events that underscores the urgency of the operation, the building where they had been sheltering collapsed shortly after their evacuation, highlighting the timeliness and precision of the rescue. This successful operation once again reflects the Indian… pic.twitter.com/cwh2JM5Skj
— ANI (@ANI) August 27, 2025