পাকিস্তানের সাধারণ নির্বাচনে একেবারে ঢিমেতালে ভোটগণনা চলছে। গতকাল, সন্ধ্যায় ভোট শেষ হওয়ার পরই গণনা শুরু হয়। রাত ৯টা নাগাদ ভোট গণনা শুরু হয়ে, ১২ ঘণ্টা পর মাত্র গোটা ১৪টি আসনের ফলাফল এসেছে। এত ধীরে ভোট গণনা চলছে যে পাকিস্তানের নির্বাচন কমিশনকেও সাফাই দিতে হল। পাকিস্তানের নির্বাচনের ফলাফলের সবচেয়ে বড় খবর হল নিজের কেন্দ্রেই হেরে গেলেন শাসক শিবিবের মুখ তথা দেশের প্রাক্তন রাষ্ট্রপ্রধান নওয়াজ শরিফ। জেলবন্দি হয়েও খেলা দেখাচ্ছেন ইমরান খান। ইমরানের দলকে ভোটে লড়ার সুযোগ দেওয়া হয়নি। কিন্তু ইমরানের সমর্থকরা অন্য প্রতীকে ভোটে দাঁড়িয়ে বেশ ভাল ফল করছেন। ইমরানের সমর্থকদের অভিযোগ বেশিরভাগ ক্ষেত্রেই ভোটে রিগিং করা হয়েছে, তার পরেও তাদের দল জিতছে।
সকাল দশটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মোট ১৩টি আসনের ফল সামনে এসেছে। যাতে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (PTI) সমর্থিত নির্দল প্রার্থীরা জিতেছেন ৫টি-তে, বিলওয়াল ভুট্টোর পাকিস্তান পিপিলস পার্টি (PPP(P)) ৫টি ও নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ জিতছিল ৪টি ও-তে। তবে ফলাফলের যা প্রবণতার আঁচ পাওয়া যাচ্ছে তাতে ইমরানের দল ফের পাকিস্তানে ক্ষমতায় আসার সম্ভাবনাই বেশী বলে মনে করা হচ্ছে। নওয়াজ শরিফকে হারিয়েছেন ইমরানের দলের এক দাপুটে মহিলা নেত্রী। ইমরানের সমর্থকরা রাস্তায় বেরিয়ে বিজয় মিছিল বের করে দিয়েছেন।
গতকাল, পাকিস্তানের নির্বাচনে বেশ অশান্তি হয়। ভোট বানচাল করার নাশকতার ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক।