Israel Attacks Iran (Photo Credit: X/Screengrab)

‘পাকিস্তানকে ভালোবাসি’, কয়েকদিন আগেই এমনই মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকী অপারেশন সিঁদুরের পর পাক সেনাপ্রধান আসিম মুনিরকে নিয়ে হোয়াইট হাউসে বৈঠক করেছিলেন ট্রাম্প। সেই পাকিস্তান যে এত তাড়াতাড়ি ভোল পাল্টে ফেলবে তা স্বপ্নেও আন্দাজ করতে পারেনি আমেরিকা। ইজরায়েল-ইরানের যুদ্ধে (Israel-Iran Conflict) ইসলামিক দেশ ইরানকেই সমর্থন করবে, তা আগে থেকেই আন্দাজ করা গিয়েছিল। তবে এই যুদ্ধে আমেরিকা সরাসরি ইজরায়েলকে সমর্থন করার পর বেজায় ক্ষুব্ধ ইসলামাবাদ।

আমেরিকার বিরুদ্ধে সুর চড়াল পাকিস্তান

জানা যাচ্ছে, ইরানের তিন পরমাণুকেন্দ্রে হামলার কড়া নিন্দা জানিয়েছে পাকিস্তান। এবং এই ঘটনার পর আমেরিকাকে কোনওভাবেই সমর্থন করবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে পাক সরকার। উল্লেখ্য, শুক্রবারই ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানোর জন্য ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত বলে দাবি করেছিল এই পাকিস্তানই।

ইরানে আমেরিকার হামলা

প্রসঙ্গত, ইজরায়েল-ইরানের যুদ্ধের ১০ দিন পার। আর এই যুদ্ধে এবার সারসরি ইজরায়েলে পাশে দাঁড়িয়ে ইরানের ওপর হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জানা যাচ্ছে, রবিবার সকালে ফোরদো, নাতানজ ও ইসফাহানে তিনটি গোপন পরমাণুকেন্দ্রে এয়ার স্ট্রাইক করেছে আমেরিকা। যার কড়া নিন্দা করেছেন ইরান সরকার।