ছবি ট্য়ুইটার

ইসলামাবাদ, ১৪ জুলাই: পাকিস্তানে (Pakistan) ভয়াবহ বিস্ফোরণ। যার জেরে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। যার মধ্যে ৬ জন চিনা ইঞ্জিনিয়র। নিহতদের মধ্যে রয়েছেন এক পাকিস্তানি সেনাও।

বুধবার সকালে পাকিস্তানের আপার কোহিস্থানের দাসু বাধ সংলগ্ন এলাকায় একটি বাসে ভয়াবহ বিস্ফোরণ (Bus Blast) হয়। যার জেরে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। মৃতদেহ শনাক্ত করার পর জানা যায়, নিহতদের মধ্যে চিনের ৬ ইঞ্জিনিয়রও রয়েছেন। তবে নিহতদের মধ্যে স্থানীয় এক ব্যক্তিও রয়েছেন বলে খবর। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন:  Afghanistan: বাড়ছে তালিবানের দাপট, আলোচনা ফলপ্রসূ না হলে ভারতের 'সামরিক সাহায্য' চায় আফগানিস্তান

প্রশাসনের তরফে জানা যাচ্ছে, আপার কোহিস্থানে ৩০ জন চিনা ইঞ্জিনিয়র নিয়ে যাচ্ছিল বাসটি। দাসু বাধ সংলগ্ন এলাকায় আচমকাই আইইডি বিস্ফোরণ হয় বাসের মধ্যে। সঙ্গে সঙ্গে ৮ জনের মৃত্যু হয় ঘটনাস্থলে। বিস্ফোরণের পরপরই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।